Vivo X80 এবং Vivo X80 Pro ভারতে লঞ্চ, প্রথম সেলে 7000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

Vivo X80 এবং Vivo X80 Pro ভারতে লঞ্চ, প্রথম সেলে 7000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট
HIGHLIGHTS

Vivo X80 সিরিজের আওতায়, কোম্পানি দুটি স্মার্টফোন নিয়ে এসেছে - Vivo X80 এবং Vivo X80 Pro

Vivo X80 Pro শুধুমাত্র 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে

ফোনটি অনলাইনে প্রি-বুকিং করলে ইউজাররা 10% ক্যাশব্যাকের সুবিধা পাবেন

Vivo ভারতে তার ফ্ল্যাগশিপ সিরিজ Vivo X80 লঞ্চ করেছে। এই সিরিজের আওতায়, কোম্পানি দুটি স্মার্টফোন নিয়ে এসেছে – Vivo X80 এবং Vivo X80 Pro। Vivo X80 Pro শুধুমাত্র 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। ফোনের দাম 79,999 টাকা। এছাড়া, কোম্পানি 8GB + 128GB এবং 12GB + 256GB অপশনে Vivo X80 লঞ্চ করেছে।

ফোনের 8GB RAM ভ্যারিয়্যান্টের দাম 54,999 টাকা এবং 12GB RAM ভ্যারিয়্যান্টের দাম 59,999 টাকা। এই দুটি স্মার্টফোনের বিক্রি শুরু হবে 25 মে থেকে। ইউজাররা এই ফোনগুলি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।

ফোনটি অনলাইনে প্রি-বুকিং করলে ইউজাররা  10% ক্যাশব্যাকের সুবিধা পাবেন। এই অফার HDFC, CITI, ICICI এবং SBI কার্ডে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, আপনি যদি HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অফলাইনে এই দুটি ডিভাইস প্রি-বুক করেন, তাহলে আপনি 7,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন।

Vivo X80

Vivo X80 Pro এর ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে কোম্পানি 1440×3200 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে অফার করছে। এই ডিসপ্লে 120Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনে আপনি Snapdragon 8 Gen 1 প্রসেসর পাবেন। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে একটি 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা রয়েছে একটি 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, একটি 12-মেগাপিক্সেল পোর্ট্রেট এবং একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-টেলিফটো লেন্স।

সেলফির জন্য, এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে পাওয়ার দিতে একটি 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 80W ফ্ল্যাশ চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। OS সম্পর্কে কথা বললে, Vivo-এর এই প্রিমিয়াম ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে OriginOS-এ কাজ করে।

Vivo X80

Vivo X80 এর ফিচার এবং স্পেসিফিকেশন

কোম্পানি এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে অফার করছে। এই ডিসপ্লে 20:9 এর অ্যাসপেক্ট রেশিও সহ আসে। 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ, এই ফোনটি MediaTek Dimensity 9000 চিপসেট এর সাথে আসে। ফোনের পিছনে, কোম্পানি একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 12-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স সহ একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অফার করছে। সেলফির জন্য, আপনি এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোনে দেওয়া ব্যাটারি 4500mAh, যা 80W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo