12 জিবি র‌্যাম সহ Vivo X60 এবং X60 Pro স্মার্টফোন লঞ্চ, দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন

12 জিবি র‌্যাম সহ Vivo X60 এবং X60 Pro স্মার্টফোন লঞ্চ, দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন
HIGHLIGHTS

Vivo বাজারে তার দুটি নতুন স্মার্টফোন Vivo X60 5G এবং Vivo X60 Pro 5G লঞ্চ করে দিয়েছে

Vivo X60 5G এবং Vivo X60 Pro 5G দুটি ফোনেই রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 120Hz রিফ্রেশ রেট এর মতো কয়েকটি দুর্দান্ত ফিচার

Vivo X60 5G এবং Vivo X60 Pro 5G দুটি ডিভাইসে 120Hz এর রিফ্রেশ রেটের সাথে Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে

Vivo বাজারে তার দুটি নতুন স্মার্টফোন Vivo X60 5G এবং Vivo X60 Pro 5G লঞ্চ করে দিয়েছে। স্যামসাংয়ের প্রসেসরের সাথে এই দুটি স্মার্টফোন আপাতত শুধু চিনে লঞ্চ করা হয়েছে। দুটি ফোনেই রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 120Hz রিফ্রেশ রেট এর মতো কয়েকটি দুর্দান্ত ফিচার। তবে আসুন জেনে নেওয়া যাক Vivo-র এই নতুন স্মার্টফোনে কী বিশেষ রয়েছে…

Vivo X60 এবং X60 Pro স্পেসিফিকেশন

ডিজাইনের দিক থেকে Vivo-র দুটি স্মার্টফোনই সংস্থার Vivo X50 সিরিজ মতো। দুটি ডিভাইসে 120Hz এর রিফ্রেশ রেটের সাথে Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। 92.7% এর আসপেক্ট রেশিও র সাথে আসা এই স্মার্টফোনগুলিতে HDR10 এবং HDR10+  এর সপোর্ট দেওয়া হয়েছে। দুটি ফোনের মধ্যে পার্থক্য কেবল স্ক্রিন। Vivo X60 তে আপনি ফ্ল্যাট স্ক্রিন দেখতে পাবেন, Vivo X60 Pro তে সংস্থা ডুয়াল কাভর্ড স্ক্রিন দেওয়া হয়েছে।

Vivo X60 সিরিজে স্যামসাংয়ের Exynos 1080 চিপসেট দেওয়া হয়েছে। Vivo X60 ফোনে 12 জিবি র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসে। একই সাথে, Vivo X60 Pro তে কেবলমাত্র 12 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজে দেওয়া হয়েছে। ওএস সম্পর্কে কথা বললে Vivo-র এই দুটি ফোন অ্যান্ড্রয়েড 11-এর ভিত্তিক OriginOS আউট-অফ-দি-বক্সে কাজ করে।

ফটোগ্রাফির জন্য ভিভো X60-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটিতে 48-মেগাপিক্সেল এর SONY IMX598 প্রাইমরি সেন্সর এর সাথে একটি 13-মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 5-মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। ভিভো X60 প্রো সম্পর্কে কথা বললে আপনি একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন, এতে দুটি 13-মেগাপিক্সেল (একটি টেলিফোটো এবং একটি আল্ট্রা-ওয়াইড) ক্যামেরা থাকবে 48-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং একটি 8-মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। ভিভো X60 প্রো এছাড়াও 5x অপটিকাল জুম এবং 60x সুপারজুম রয়েছে। সেলফিগুলির জন্য, এই দুটি স্মার্টফোনেই 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ব্যাটারির কথা বললে Vivo X60-তে 4200mAh ব্যাটারি এবং X60 প্রো-তে 4300mAh ব্যাটারি দেওয়া। দুটি ফোনই 33 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট নিয়ে আসে। দামের দিক থেকে, চিনে Vivo X60 এর প্রাথমিক দাম 3498 ইউয়ান (প্রায় 34,300 টাকা) এবং Vivo X60 Pro এর দাম 4498 ইউয়ান (প্রায় 50,600 টাকা)।

Digit.in
Logo
Digit.in
Logo