148MP ক্যামেরার সঙ্গে Vivo X60 Pro 5G লঞ্চ, ফোনে দুর্দান্ত ফিচার রয়েছে

148MP ক্যামেরার সঙ্গে Vivo X60 Pro 5G লঞ্চ, ফোনে দুর্দান্ত ফিচার রয়েছে
HIGHLIGHTS

Vivo X60 Pro 5G ফোনের পিছনে 148-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া

Vivo X60 Pro 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে

নতুন ভিভো এক্স60 প্রো 5G UEFA Euro 2020 চ্যাম্পিয়নশিপের অফিশিয়াল স্মার্টফোন

Vivo সংস্থা মার্চের শেষের দিকে, মার্চের শেষের দিকে Vivo X60 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন প্রায় 2 মাস পরে কোম্পানি ইউরোপে এই ফোনটি হাজির করেছে। ভিভোর মতে, নতুন ভিভো এক্স60 প্রো 5G UEFA Euro 2020 চ্যাম্পিয়নশিপের অফিশিয়াল স্মার্টফোন।

Vivo X60 Pro 5G-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার ফোনে দেওয়া ক্যামেরা সেটআপ। এই ফোনে সংস্থাটি ZEISS এর সাথে গাঁটছড়া করে একটি নতুন গাম্বল স্ট্যাবিলাইজেশন সিস্টেম দিয়েছে। ভিভো জানিয়েছে যে এটিতে একটি 5-এক্সিস ভিডিও স্ট্যাবিলাইজেশন সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া ফোনে একটি নতুন পিক্সেল শিফট আল্ট্রা এইচডি ইমেজিং টেকনোলজিও দেওয়া হয়েছে, যা বিশেষত কালার, ডিটেলিং এবং জুম শার্পনেস বাড়ায়। ভিভো জানিয়েছে যে ফোনটির জন্য আইকনিক ZEISS Biotar Portrait Style রিক্রিএট করা হয়েছে।

ভিভো এক্স60 প্রো 5G ফোনের পিছনে 148-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13-মেগাপিক্সেল সুপার-ওয়াইড-এঙ্গেল এবং 13-মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে। ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে।

Vivo X60 Pro 5G-তে 6.56 ইঞ্চি ফুল HD+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার সাথে রিফ্রেশ রেট 120Hz দেওয়া। স্পিড এবং ফাস্ট পারফরমেন্স এর জন্য় কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর হ্যান্ডসেটে দেওয়া হয়েছে। ফোনটিতে 12GB RAM এবং 256GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে। এই Vivo ফোনে পাওয়ার দেওয়ার জন্য, একটি 4200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

Digit.in
Logo
Digit.in
Logo