Vivo আনছে X Series এর নতুন ফোন, থাকতে পারে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

HIGHLIGHTS

ভিভো ফ্ল্যাগশিপ কমপ্যাক্ট ডিভাইস Vivo X200 FE লঞ্চ করতে চলেছে

লিক রিপোর্ট অনুযায়ী ভিভো এক্স২০০ এফই ফোনে 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি মতো ফিচার দেখা যেতে পারে

ভারতে আপকামিং ভিভো এক্স২০০ এফই ফোনটি জুলাই মাসে আসতে পারে

Vivo আনছে X Series এর নতুন ফোন, থাকতে পারে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

ভিভো তার একটি আর ফ্ল্যাগশিপ কমপ্যাক্ট ডিভাইস লঞ্চ করতে চলেছে। কোম্পানির এই আপকামিং ফোনের নাম Vivo X200 FE হবে। আপকামিং ভিভো ফোনের লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়েনি। তবে ইতিমধ্যে আপকামিং ভিভো ফোনটি থাইল্যান্ড এর NBTC সার্টিফিকেশন এর ডেটাবেসে লিস্ট করা হয়েছে। এই বিষয় Xpertpick জানিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

লিস্টিং অনুযায়ী আপকামিং ভিভো ফোনের মডেল নম্বর V2503 রয়েছে। এই লিস্টিং থেকে অনুমান করা হচ্ছে যে ফোনের লঞ্চ হতে আর বেশি দিন নয়। তবে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য দেয়নি। ভারতে আপকামিং ফোনটি জুলাই মাসে আসতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 50 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি মতো ফিচার দেখা যেতে পারে।

আরও পড়ুন: iQOO Neo 10 Pro+ লঞ্চ, রয়েছে 6800mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচার

Vivo X200 FE India Launch

এই ফিচারের সাথে আসতে পারে Vivo X200 FE

লিক রিপোর্ট অনুযায়ী ভিভো এক্স২০০ এফই ফোনে 6.31-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে সহ আসতে পারে। ডিসপ্লে 1.5K রেজোলিউশন এবং 120Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। এতে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি 8 মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড এঙ্গেল লেন্স এবং একটি 50 মেগাপিক্সেল এর পেরিস্কোপ লেন্স থাকতে পারে। সেলফি তোলার জন্য কোম্পানি এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে।

প্রসেসর হিসেবে ভিভো এক্স২০০ এফই ফোনে ডাইমেনসিটি 9400e চিপসেট থাকতে পারে। ফোনে পাওয়ার দিতে 6500mAh ব্যাটারি হতে পারে। TUV সার্টিফিকেশন অনুযায়ী, এই ব্যাটারি 90W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টাম হিসেবে, ভিভো ফোনটি Android 15 ভিত্তিক Funtouch OS এ কাজ করতে পারে। ভারতে এই ফোন দুটি ভ্যারিয়্যান্ট 12GB+256GB স্টোরেজ এবং 16GB+512GB স্টোরেজ অপশনে আসতে পারে।

দামের কথা বললে, আপকামিং ভিভো এক্স২০০ এফই ফোনের দাম 50 হাজার থেকে 60 হাজার টাকার মাঝামাঝি হতে পারে।

আরও পড়ুন: Nothing Phone 3 লঞ্চ তারিখ নিশ্চিত, OnePlus এবং Samsung ফোনকে কি দিতে পারবে টেক্কা?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo