Vivo X20 Plus UD ফোনটি আন্ডার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ হল

Vivo X20 Plus UD ফোনটি আন্ডার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo X20 Plus UD ফোনটিতে 6.43-ইঞ্চির AMOLED ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আর 3900mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে

আন্ডার-ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত Vivo X20 Plus UD চিনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 1 ফেব্রুয়ারি থেকে কিনতে পাওয়া যাবে। Vivo X20 Plus UD ফোনটির দাম CNY 3,598 (প্রায় 36,000টাকা) রাখা হয়েছে। Vivo X20 Plus UD বাজারে আগে থেকে উপস্থিত X20 Plus এর নতুন ভেরিয়েন্ট। অরিজিনাল X20 Plus ফোনটি গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার ওপর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এগুলি হল ফ্লিপকার্টের সবথেকে বেশি বিক্রিত স্মার্টফোন

Vivo X20 Plus UD ফোনটির অন্যান্য স্পেক্স কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে ডুয়াল-সিমের সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 আউট অফ দি বক্স আছে। এই ফোনে 6.43-ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে, যা ফুল HD+ রেজিলিউশান যুক্ত। এই ডিসপ্লের রেজিলিউশান 1080×2160 পিক্সাল। এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে 4GB র‍্যাম দেওয়া হয়েছে।

 

এই ফোনটির রেয়ার অংশে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 12MP f/1.8 অ্যাপার্চার লেন্স যুক্ত, আর এর অন্য ক্যামেরাটি 5MP’র। এই ফোনটিতে 12MP’র f/2.0 অ্যাপার্চার ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 128GB’র যা মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যেতে পারে।

Vivo X20 Plus UD ফোনটিতে একটি মাইক্রো –USB পোর্টও আছে আর এটি 3.5mm এর হেডফোন জ্যাক যুক্ত। এই ফোনটির ব্যাটারি 3900mAh এর। এই ফোনটির ওজন 183.1 গ্রাম আর এর থিকনেস 7.35mm। 

তবে এই ফোনটি কবে ভারতে লঞ্চ হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo