VIVO ভারতে তাদের Z সিরিজের গেমিং ফোন লঞ্চ করতে চলেছে

VIVO ভারতে তাদের Z সিরিজের গেমিং ফোন লঞ্চ করতে চলেছে
HIGHLIGHTS

ভিভোর এই আপকামিং ফোনটি গেমিং ফোন হবে

Z সিরিজের ফোনটি 10,000-30,000 টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে

এবার স্মার্টফোন কোম্পানি ভিভো ভারতে তাদের একটি নতুন রেঞ্জের ফোন আনতে চায়। আর এই নতুন সিরিজের নাম Z সিরিজ হবে। ভিভো Z সিরিজের ফোন 10,000-30,000 টাকা দামের মধ্যে আসতে পারে। আর এই ফোনটি কোন ভেরিয়েন্টে লঞ্চ হবে সেই বিষয়ে কিছু জানা জায়নি তবে এই ফোনটি একটি গেমিং আর মাল্টি টাস্কিং ফোন হবে।

সম্প্রতি ইকোনমিক্স টাইমের একটি রিপোর্ট অনুসারে Vivo র আপকামিং Vivo Z সিরিজের ফোন অনলাইন এক্সলিউশিভ হবে আর এটি GenZ দের টার্গেট করবে। ভিভো ইন্ডিয়ার ডায়রেক্টার আর ব্রান্ড স্ট্রাটেজি Nipun Marya এই বিষয়ে নিজের একটি বয়ানে বলেছেন জে এটি একটি নতুন সিরিজ হবে। আর তিনি এও বলেন যে অফলাইনে ভিভী ভাল পার্ফর্ম করে।

আর এরকম কাউন্টার পয়েন্টর রিপোর্ট অনুসারে 2018 রতে মোট স্মার্টফোন বিক্রির 36% শেয়ার শুধু অনলাইনের। 2019 সালের প্রথম কোয়াটারে এই অনলাইন শেয়ার বেরে 41% হয়েছে আর সেখানে তা সারা বছরে প্রায় 37% মতন থাকবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo