DSLR ফেল! 200MP AI ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G স্মার্টফোন লঞ্চ, জানুন ভারতে কত দামে কেনা যাবে

DSLR ফেল! 200MP AI ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G স্মার্টফোন লঞ্চ, জানুন ভারতে কত দামে কেনা যাবে

Vivo ভারতে তার জনপ্রিয় V-Series এর আরেকটি নতুন স্মার্টফোন Vivo V60e 5G চালু করেছে। এই ফোনের বিশেষত্ব হল যে ভিভো ভি৬০ই ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া। ফোনে মিডিয়াটেক ডাইমেনশন চিপসেট, 12GB পর্যন্ত RAM এবং AI ইমেজিং ক্ষমতা সহ একটি ডুয়াল-রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি৬০ই ৫জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V60e 5G ফোনের দাম এবং বিক্রি

আরও পড়ুন: Samsung Galaxy M17 5G ভারতে এই দিন হবে লঞ্চ, কম দামে থাকবে 50MP নো শেক ক্যামেরা এবং দুর্দান্ত ফিচার

কালার অপশন হিসেবে ভিভো ভি৬০ই ৫জি ফোনটি এলিট পার্পল এবং নোবল গোল্ড রঙে কেনা যাবে। ভিভো ফোনের বিক্রি কোম্পানির অনলাইন স্টোর এবং Amazon, Flipkart সাইট থেকে করা হবে।

Vivo V60e Price launched

ভিভো ভি৬০ই ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লের কথা বললে, ভিভো ভি৬০ই ৫জি ফোনে 6.67-ইঞ্চি Flat AMOLED ডিসপ্লে দেওয়া, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে।

প্রসেসর হিসেবে ভিভো ভি৬০ই ৫জি ফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেট কাজ করবে।

ক্যামেরার ক্ষেত্রে ভিভো ভি৬০ই ফোনের রিয়ারে ZEISS ট্রিপল ক্যামেরা সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এটি 3x অপটিকাল জুম সাপোর্ট করে।

পাওয়ার দিতে ভিভো ভি৬০ই ৫জি ফোনে 6500mAh ব্যাটারি অফার করা হয়েছে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

নতুন ফোনটি IP68 এবং IP69 রেটিং দেওয়া যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে ফোনকে।

আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে OnePlus এর নতুন 5G স্মার্টফোন, 7300mAh ব্যাটারি সহ থাকবে ওয়্যারলেস চার্জিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo