সবে দিন তিনেক আগে Vivo ভারেত তাদের নিজেদের লেটেস্ট মোবাইল ফোন Vivo V11 লঞ্চ করেছিল আর এই ফোনটি কোম্পানির একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, আর এই ফোনটি ভারতে 22,990 টাকায় কেনা যাবে, এটি অনলাইন আর অফলাইনে কেনা যাবে
মাত্র দিন কয়েক আগেই Vivo ভারেত তাদের নিজেদের লেটেস্ট মোবাইল ফোন Vivo V11 লঞ্চ করেছিল। আর এই ফোনটি কোম্পানির একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আর এই ফোনটি ভারতে 22,990 টাকায় কেনা যাবে, এটি অনলাইন আর অফলাইনে কেনা যাবে। অনলাইনে ফ্লিপকার্ট আর ভিভোর সাইট থেকে এটি আপনার হতে পারবে। আর এই ফোনটি যদি কিনতে চান তবে তার আগে এর স্পেক্স আর ফিচার্স একবার জেনে নেওয়া দরকার।
Survey
✅ Thank you for completing the survey!
Vivo V11 স্মার্টফোনের দাম , অফার্স আর ডিস্কাউন্ট
Vivo V11 স্মার্টফোনটি ভিভোর ই স্টোর, ফ্লিপকার্ট আর সারা দেশের প্রায় সব রিটেল স্টোর থেকে কেনা যাবে। আর এই Vivo V11 স্মার্টফোনটির দাম 22,990 টাকা। আর এই ফোনটি আপনারা HDFC ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে ডিভাইসের ওপরে 2,000 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন। আর এছাড়া কিছু ব্যাঙ্কের সঙ্গে আপনারা ক্রেডিট কার্ডের সঙ্গে EMI তেও এটি ট্রাঞ্জাকশান করা যাবে আর এতে 5% এক্সট্রা ডিস্কাউন্ট পাওয়া যাবে।
Vivo V11 ফোনটিতে 6.3 ইঞ্চির IPS LCD ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে সুপার AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। আর এতে কোম্পানি ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দিয়েছে। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P60 চিপসেট আছে, আর 6GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এর স্টোরেজকে মাইক্রো SD কার্ডের মধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর V11 Pro ফোন টিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট, 6GB র্যাম আর 64GB স্টোরেজ আছে।
আর এই ফনবে 16MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা সঙ্গে 25MP র সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।