ট্রিপেল ক্যামেরার সঙ্গে আজকে VIVO U10 ফোনটি ভারতে লঞ্চ হবে

ট্রিপেল ক্যামেরার সঙ্গে আজকে VIVO U10 ফোনটি ভারতে লঞ্চ হবে
HIGHLIGHTS

আজকে দুপুর 12টার সময়ে ভারতে Vivo U10 লঞ্চ হবে

এই ফোনটি লঞ্চের আগেই ফোনের স্পেক্স অফিসিয়ালি লিক হয়েছে

ফোনটির লাইভ স্ট্রিমিং কোম্পানি সাইটে দেখা যাবে

বেশ কয়েকদিন ধরেই ভারতে লঞ্চ হতে চলা Vivo U10 ফোনের বিষয়ে একাধিক লিক এসেছিল। আর গত কাল এই ফোনের একটি অফিসিয়াল লিক জানা গেছে। যা কোম্পানির ওয়েবসাইটে এসেছে।

আজকে দুপুর 12টার সময়ে আপনারা Vivo U10 ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।

ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল পেজে এই ফোনের স্পেক্স লিক হয়েছে। সেখানে বলা হয়েছে যে ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার থাকবে। আর এই ফোনে 4GB র‍্যাম থাকবে ফোনে আপনারা একটি 6.53 ইঞ্চির HD+ নচ ডিসপ্লে পাবেন।

Vivo U1 ফোনটিতে আপনারা ট্রিপেল ক্যামেরা পাবেন যা 13+8+2MP র ক্যামেরা অফার করবে। আর এই ফোনে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকবে।

ফোনে 5000mAh য়ের ব্যাটারি থাকবে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। আর এই ফোনে এর সঙ্গে একটি আল্ট্রা গেম মোড থাকবে। Vivo U10 ফোনটিতে 4D ভাইব্রেশানের মতন ফিচার্স থাকবে।

Vivo U10 ফোনে আপনারা ইলেক্ট্রিক ব্লু আর থান্ডার ব্ল্যাক কালারে কিনতে পারবেন। আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে কেনা যাবে। ফোনটির দাম আর এটি কবে কোথা থেকে পাওয়া যাবে তা ফোনটি আজকে লঞ্চ হওয়ার পরেই জানা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo