ভিভো সম্প্রতি ভারতে Vivo T4 Ultra লঞ্চ করেছে, যা Vivo T3 Ultra ফোনের সাক্সেসার হিসেবে আনা হয়েছে। ভিভো টি৩ আল্ট্রা ফোনে তুলনায় বেশি পাওয়ারফুল হয় গেছে কিন্তু এই বার কোম্পানি ফোনের দামও বাড়িয়েছে। গত বছর লঞ্চ হওয়া ভিভো টি৩ আল্ট্রা ফোনটি ভারতে 31,999 টাকা দামে আনা হয়েছিল। কিন্তু দুটি ভিভো ফোনের কতটা পার্থক্য, ভিভো টি৩ আল্ট্রা ফোন নাকি নতুন ভিভো টি৪ আল্ট্রা কোন ফোনটি হবে সেরা।
ডিসপ্লে
ডিসপ্লে সম্পর্কে বললে, ভিভো টি৪ আল্ট্রা ফোনে 6.78-ইঞ্চি স্ক্রিন রয়েছে। কোম্পানি কার্ভড AMOLED প্যানেলে তৈরি করা হয়েছে। পাশপাশি, ভিভো টি৪ আল্ট্রা ফোনে 6.67-ইঞ্চি স্ক্রিন পাবেন এবং এতে একটি বাঁকা AMOLED প্যানেলও রয়েছে।
দুটি ফোনেরই স্ক্রিন রিফ্রেশ রেট 120Hz রয়েছে। ভিভো টি৩ আল্ট্রা ফোনে কোম্পানি 4500 নিট পিক ব্রাইটনেস অফার করেছে তবে ভিভো টি৪ আল্ট্রা 5000 নিট পিক ব্রাইটনেস দেয়।
আরও পড়ুন: 11 হাজার টাকা থেকে শুরু হচ্ছে Smart TV এর দাম, Amazon সেলে এই 5 টিভিতে দেদার ছাড়
পারফরম্যান্স
প্রসেসর হিসেবে ভিভো টি৩ আল্ট্রা ফোনে কোম্পানি মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্লাস প্রসেসর অফার করেছে। 4nm ফেব্রিকেশনে তৈরি করা এই চিপসেটে অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি, ভিভো টি৪ আল্ট্রা ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস প্রসেসর সহ চালু করা হয়েছে যা 4nm ফেব্রিকেশনে তৈরি।
যার মানে ভিভো টি৪ আল্ট্রা ফোনটি পুরনো মডেলের তুলনায় বেশি পুরনো।
মেমোরি
মেমোরি হিসেবে ভিভো টি৩ আল্ট্রা ফোনে কোম্পানি 8GB RAM এবং 12GB RAM সহ পেয়ার করা। এর সাথে 256GB স্টোরেজ দেওয়া। কিন্তু ভিভো টি৪ আল্ট্রা ফোনে কোম্পানি 8GB এবং 12GB RAM চালু করা হয়েছে। তবে এতে তিনটি স্টোরেজ পাওয়া যাবে এতে 8GB+256GB, 12GB+256GB, 12GB+512GB অপশন পাওয়া যাবে।
ক্যামেরা
ফটোগ্রাফির ক্ষেত্রে ক্যামেরা সেগমেন্টে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে। ভিভো টি৩ আল্ট্রা ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল এর দ্বিতীয় সেন্সর যা আল্ট্রা ওয়াইড লেন্স। ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্যদিকে ভিভো টি৪ আল্ট্রা ফোনে দেওয়া ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে প্রাইমারি ক্যামেরা %0 মেগাপিক্সেল। দ্বিতীয় সেন্সর 8 মেগাপিক্সেল। সাথে ফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা রয়েছে যা বিশেষভাবে জুমের জন্য কাজ করে। এই ফোনে 100X পর্যন্ত জুম সাপোর্ট করে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার দিতে দুটি ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে টি৩ আল্ট্রা ফোনে 80W চার্জিং দেওয়া কিন্তু টি৪ আল্ট্রা ফোনে কোম্পানি 90W চার্জর দেওয়া।
দামের কথা বললে, ভিভো টি৩ আল্ট্রা ফোনটি ভারতীয় বাজারে 31,999 টাকা দামে লঞ্চ হয়েছিল কিন্তু এই ফোনটি 27,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে ভিভো টি৪ আল্ট্রা ফোনের দাম 37,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: iQOO Z10 Lite 5G ফোনের স্পেসিফিকেশন লঞ্চের আগেই নিশ্চিত, দাম হবে 10 হাজারের কম