4000 টাকা সস্তায় মিলছে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G ফোন, রয়েছে 5500mAh ব্যাটারি সহ শক্তিশালী প্রসেসর
কম দামে দুর্দান্ত ক্যামেরা সহ স্মার্টফোন কিনতে চান তবে এটাই সুযোগ। আসলে, Vivo T3 Ultra ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। Flipkart সেলে ভিভো টি3 আল্ট্রা ফোনে 4000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আসুন এই ডিভাইসে পাওয়ার অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyVivo T3 Ultra ফোনের নতুন দাম কত
ভিভো টি3 আল্ট্রা 5জি ফোনটি 31,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। এই দামে ফোনের 8GB/ 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে এখন এই ফোনটি ফ্লিপকার্ট সাইটে 29,999 টাকায় লিস্ট করা। যার মানে ভিভো টি3 আল্ট্রা ফোনটি 2000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: মাত্র 9499 টাকা দামের Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোনের প্রথম সেল আজ, 50MP ক্যামেরা এবং বড় ব্যাটারি

শুধু তাই নয়, কোম্পানি ভিভো টি3 আল্ট্রা 5জি ফোনে যেকোনো ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার অতিরিক্ত ছাড় দিচ্ছে। যার পরে ফোনটি আরও 2000 টাকা সস্তায় কেনা যাবে। যার মানে ভিভো ফোনটি মোট 4000 টাকা সস্তায় কেনা যাবে। বলে দি যে এই অফার ভিভো ফোনের সমস্ত মডেলে পাওয়া যাবে।
ভিভো টি3 আল্ট্রা 5জি ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে
ভিভো স্মার্টফোনে পারফরম্যান্সের ক্ষেত্রে Dimensity 9200+ প্রসেসর দেওয়া। ক্যামেরার ক্ষেত্রে এতে Sony IMX921 সেন্সর এবং ZEISS অপটিক্স সহ OIS অসিস্টেড 50MP মেইন ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনে 50MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া। ভিভো টি3 আল্ট্রা ফোনে পাওয়ার দিতে 5500mAh এর ব্যাটারি অফার করা হয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Apple এর সস্তা iPhone 16e ভারতে লঞ্চ, পাওয়ারফুল A18 চিপ এবং 48MP দুর্দান্ত ক্যামেরা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile