VIVO IQOO PRO র 5G ভেরিয়েন্ট লঞ্চ হল

VIVO IQOO PRO র 5G ভেরিয়েন্ট লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo iQoo 5G ফোন চিনে 2 সেপ্টেম্বর থেকে কেনা যাবে

এই ফোনে স্ন্যাপড্র্যাগন 855 প্লাস আছে

এই ফোনটির প্রাথমিক দাম CNY 3,198

ভিভো তাদের লেটেস্ট স্মার্টফোন Vivo iQoo Pro লঞ্চ করেছে আর এই ফোনের 5G ভেরিয়েন্টও লঞ্চ করা হয়েছে। এই iQoo Pro ফোনের একটি 4G অনলি সেটও আনা হয়েছে। আর কোম্পানির এই সিরিজের এটি লেটেস্ট স্মার্টফোন। এর আগে এই সিরিজের ফোনে কোম্পানি iQoo, iQoo Neoএনেছিল। ভিভো iQoo Pro ফোনে ওয়াটার ড্রপ নচ আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 Plus আছে, ফোনটি তিনটি রঙে এসেছে। এই ফোনের 4 ভেরিয়েন্ট 29 আগস্ট আর 5G ভেরিয়েন্ট 2 সেপ্টম্বর কেনা যাবে।

VIVO IQOO PRO, IQOO PRO 5G ফোনের দাম

ভিভো তাদের Vivo iQoo Proফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,198 ইউয়ান মানে প্রায় 32,300 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের 12GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,498 ইউয়ান মানে প্রায় 35,300 টাকা রাখা হয়েছে।

VIVO IQOO PRO 5G ফোনের দাম

আর এবার যদি আমরা এই Vivo iQoo 5G ভেরিয়েন্টটির দাম দেখি তবে এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,798 ইউয়ান মানে প্রায় 38,400 টাকা। আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট আর 12GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 3,998 ইউয়ান মানে 40,400 টাকা আর 4,098 ইউয়ান মানে প্রায় 41,400 টাকা রাখা হয়েছে।

VIVO IQOO PRO, IQOO PRO 5G এইডিশানের স্পেসিফিকেশান

ভিভোর এই  iQoo Pro 5G এইডিশান ফোনে আপনারা ডুয়াল সিম পাবেন। আর এর সঙ্গে এই ফনে আপনারা একটি 5G আর একটি 4G সিম ব্যাবহার করতে পারবেন। আর এর 4G ভেরিয়েন্টে দুটি সিম স্লট আছে যা শুধু 4G কানেকশান সাপোর্ট করবে। আর এই ফোনে কানেক্টিভিটিতে মুল পার্থক্য আছে আর এখানে এই ফোনের স্পেক্স প্রায় একই রকমের।

আর এর সঙ্গে এই ফোনে একটি 4500mAh য়ের ব্যাটারি আছে যা 44W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই য়ের সঙ্গে একটি 6.41 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। ফোনে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 আছে আর এই ফোনে 12GB পর্যন্ত র‍্যাম আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 48MP র মেন ক্যামের আর 13MP র দ্বিতীয় ক্যামেরা আর 2MP র একটি ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 12MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 256GB পর্যন্ত ইউএফএস 3.0 স্টোরেজ আছে তবে এই স্টোরেজ এক্সপেন্ড করা যায় না।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo