Vivo iQOO গেমিং ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 আর 12GB র‍্যাম আর লিকুইড কুলিংয়ের সঙ্গে এল

Vivo iQOO গেমিং ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 আর 12GB র‍্যাম আর লিকুইড কুলিংয়ের সঙ্গে এল
HIGHLIGHTS

Vivo iQOO গেমিং চিপ 12GB র‍্যাম, প্রেসার সেন্সেটিভি বটন, লিকুইড কুলিং এবং আরও অনেক কিছুর সঙ্গে এল

হাইলাইট

  • চিনে লঞ্চ হল Vivo iQOO
  • এই ফোনটি তিনটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে
  • এর একটি ভেরিয়েন্টে 12GB র‍্যাম আছে

Vivo iQOO এর বিষয়ে এর আগে যা লিক এসেছিল তাতে বলা হয়েছিল যে এটি একটি বড় গেমিং সাব ব্র্যান্ড হিসাবে আসবে। ভিভো তাদের এই গেমিং স্মার্টফোনের বিষয়ে ঘোষনা করেছে। এই ফাইন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855, 44W ফাস্ট চার্জিং আর ট্রিপেল ক্যামেরা সেটআপ আছে। আর এর সঙ্গে এই ফোনে 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ পাওয়া যাবে। আর এই ফোনটি কোম্পানির এখনও পর্যন্ত সব থেকে শক্তিশালী স্মার্টফোন।

Vivo iQOO ফোনটি চিনে একটি গেমিং ফোন হিসাবে এসেছে। আর এই ফোনে একটি 6.41 ইঞ্চির OLED ডিসপ্লে আছে আর সঙ্গে আছে একটি ওয়াটার ড্রপ নচ। আর এর সঙ্গে এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

এই স্মার্টফোনে গেমিং চিপ আছে আর এর সঙ্গে এই ফোনে সাইডে একটি গেমিংয়ের জন্য আলাদা বটন দেওয়া হয়েছে। আর এ রস্নগে এই ফোনে আপনারা লিকিউড কুলিং আর ভেপার চেম্বার পাবেন। আর এই ফোনের সফটোয়্যারের দিকে এতে AI টার্বো, সেন্টার টার্বো, নেট টার্বো, কুলিং টার্বো আর গেম টার্বো আছে। আর এই ফোনে এর সঙ্গে মাল্টি টার্বো আছে যা কোম্পানির দাবি অনুসারে 30 পারসেন্ট ফ্রেম রেটে 70 পারসেন্ট কাজ করে। আর এর মাল্টি টার্বো মোড অটোমেটিজকালি ওয়াই ফাই আর 4G র মধ্যে নেটওয়ার্ক গেমিংয়ের সময়েও সিলেক্ট করতে পারে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 দেওয়া হয়েছে।

iQOO ফোনটিতে ট্রিপেল ক্যামেরা সেটআপে 13MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে যা Sony IMX263 সেন্সারের আর এ রস্নগে এতে Sony IMX363 প্রাইমারি সেন্সার যুক্ত 12MP ক্যামেরা আছে আর এর সঙ্গে একটি ডুয়াল পিক্সেল টেকনলজির 2MP ক্যামেরা আছে। আর এর সঙ্গে এই ফোনের ওয়াটার ড্রপ নচে 12MP ক্যামেরা আছে।

এই ফোনটি ইলেক্ট্রিক ব্লু আর লাভা অরেঞ্জ কালারে প্রাথমি দাম CNY 2,998 (roughly Rs 31,000) যা এর 6GB/128GB স্টোরেজের দাম আর সেখানে এর CNY 3,298 (roughly Rs 34,000) দামের ফোনটি হল 8GB/256GB আর এর সব থেকে বড় ভেরিয়েন্টের দাম CNY 4,298 (roughly Rs 45,000) যা এর 12GB/256GB স্টোরেজের দাম। চিনে এই ফোনের ফ্ল্যাশ সেল 6 মার্চ সকাল দশটায় শুরু হবে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo