MWC সাংহাইতে ভিভো iQOO 5G আর সুপার ফ্ল্যাশচার্জ 120W প্রযুক্তির কথা ঘোষনা করা হয়েছে

MWC সাংহাইতে ভিভো iQOO 5G আর সুপার ফ্ল্যাশচার্জ 120W প্রযুক্তির কথা ঘোষনা করা হয়েছে
HIGHLIGHTS

Vivo iQOO 5G আর ফ্ল্যাশ চার্জ 120W MWC সাংহাইতে দেখা গেছে

Vivo iQOO 5G যুক্ত আর এতে স্ন্যাপড্র্যাগন 855 SoC আছে যা কোয়াল্কম X50 মোডেম যুক্ত

নতুন 120w চার্জিং প্রযুক্তি কোম্পানি 6A তে 20V তে চালাচ্ছে

অবশেষে MWC সাংহাইতে ভিভো তাদের 120W ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির কথা আর তাদের iQOO ফোন নিয়ে এসেছে। এই ফোনটি 2019 র তৃতীয় কোয়াটারে অফিসিয়ালি লঞ্চ করা হবে বলে মনে হচ্ছে। আর এই হ্যান্ডসেটে স্ন্যাপড্র্যাগন 855 SoC আছে আর এর সঙ্গে এটি কোয়াল্কমের X50 মোডেম যুক্ত যা 5G কানেকশানের জন্য দেওয়া হয়েছে।

এর সঙ্গে স্মার্টফোন ছাড়া কোম্পানি তাদের নতুন ফাস্ট চার্জ প্রযুক্তিও নিয়েসেছ, যাকে ভিভো সুপার ফ্ল্যাশচার্জ 120W বলা হচ্ছে। এই প্রযুক্তি ফোনকে 120ওয়াটে চার্জ করবে আর এটি 6A 20 ভোল্টের মাধ্যমে এই কাজ করবে। কোম্পানি দাবি করেছে যে এটি স্মপুর্ন ভাবে একটি 4000mAh য়ের ব্যাটারি 13 মিনিটের মধ্যে 50% চার্জ করতে পারে আর এই চার্জ প্রযুক্তির মাধ্যমে ডিভাইস 5 মিনিটে 50% চার্জ হতে পারে। এই প্রযুক্তি ওয়ানপ্লাসের Wrap চারজিং প্রযুক্তির মতন।

 

ভিভোই  একমাত্র কোম্পানি নয় যারা চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই বছরের মার্ছে সাওমি 100w সুপার চার্জ প্রযুক্তি একটি ভিডিওতে দেখিয়েছি। একটি 4000mAh য়ের ব্যাটারি এতে 17 মিনিটে 100% চার্জ হয়েছে, সাওমি এই প্রযুক্তির সঙ্গে ওপ্পোর 50W সুপার VOOC চার্জের তুলনা করেছে। সাওমির 100W সুপার চার্জ প্রযুক্তি 20v/5A তে চলে, যা ভিভোর নতুন সুপার ফ্ল্যাশ চার্জের থেকে একটু কম। তবে আমরা ওপ্পোকে ভিভোর এই প্রযুক্তি অ্যাডপ্ট করতে দেখলে অবাক হব না ওয়ানপ্লাস বিষয়েও এই কথা বলা যায়।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo