Videocon Metal Pro 2 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে 5 ইঞ্চির HD (1280 X 720 পিক্সাল) IPS ডিসপ্লে আছে আর এতে 1.2GHz 64 বিট কোয়াড-কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার আছে

Videocon Metal Pro 2 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ হয়েছে

Videocon, Rs 6,999 দামে Videocon Metal Pro 2 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি এই মাসের শেষের দিকে অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাবে। Videocon, Eros এক বছরের সাবস্ক্রিপশান, একটি গেমলাফট গেম আর 100 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফার করছে। Videocon Metal Pro 2 গোল্ড আর স্পেস গ্রে কালারের অপশানে পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Videocon Metal Pro 2 স্মার্টফোনটিতে ব্যাক বডি ডিজাইন দিয়েছে, আর এতে 5 ইঞ্চির HD (1280 X 720 পিক্সাল) IPS ডিসপ্লে আছে যা MiraVision এর রিপোর্ট করা হয়েছে। এই হ্যান্ডসেটে 1.2GHz 64 বিট কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার আছে, আর এতে 2GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে চলে আর এর ব্যাটারি 2000mAh এর।

Videocon Metal Pro 2 ফোনটিতে ব্যাকে LED ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সালের অটো-ফোকাস ক্যামেরা আছে আর সেলফির জন্য এই ফোনের ফ্রন্টে 3.2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই স্মার্টফোনটিতে কানেক্টিভিটির জন্য হাইব্রিড ডুয়াল সিম, ভয়েস LTE’র সঙ্গে 4G, WiFi, GPS আর একটি মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এতে জেসচার কন্ট্রোল ফিচার, গ্র্যাভিটি, প্রক্সিমিটি আর অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার দেওয়া হয়েছে। এই ডিভাইসের মেজারমেন্ট 145.2 x 72.6 x 8.4 mm।

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট আর অ্যামাজন

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo