Amazon Great Indian Festival 2021 সেলে দারুণ সব ডিসকাউন্ট। স্মার্টফোনের ওপর পাওয়া যাচ্ছে বাম্পার অফার। এমনটা নয় যে আপনি কেবল দামি মোবাইলের ওপরেই সমস্ত অফার এনজয় করতে পারেন। Redmi 9 Prime, Tecno Spark 7T ডিভাইসের মতো স্মার্টফোন পাওয়া যাচ্ছে এক্কেবারে পকেট ফ্রেন্ডলি দামে।
Amazon Great Indian Festival- 2021 সেলে থাকছে প্রচুর ব্যাঙ্ক অফার রয়েছে। এছাড়া Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিড কার্ড দিয়ে কিনলে মিলবে নো-কস্ট ইএমআইয়ের সুযোগ। বাজাজ ফিনসারভ কার্ডের ওপরেও দেওয়া হচ্ছে নো – কস্ট ইএমআই ফিচার। এছাড়া রয়েছে ফ্রি ডেলিভারির সুবিধা এবং বিভিন্ন রেঞ্জের কুপন বেনিফিট।
আজ আমরা আপনাদের জন্য এনেছি Amazon Great Indian Festival সেলে 10,000 টাকার বাজেট রেঞ্জের স্মার্টফোনের খোঁজ। কম বাজেটে ভালো ফোন কিনতে চাইলে চটজলদি দেখে নিন-
মাত্র 500 টাকা থেকে শুরু দামে কেনা যাচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, দেখে নিন Amazon এর আজকের বেস্ট ডিল
Redmi 9 Prime স্মার্টফোন Amazon Great Indian Festival সেলে কেনা যাবে 9,999 টাকা। সেলে রেডমি ব্র্যান্ডের এই মোবাইলের ওপর দেওয়া হচ্ছে 2,000 টাকার ছাড়। কেননা এই ডিভাইসের আসল দাম রয়েছে 11,999 টাকা। এই ফোন আসছে 6.53 ইঞ্চি এলসিডি প্যানেল সমেত ডিসপ্লের সঙ্গে। স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 1080X2340। এই স্মার্টফোন কাজ করবে অক্টা-কোর হেলিও G80 চিপসেটের সঙ্গে। স্টোরেজ হিসেবে এই ডিভাইসের রয়েছে 4GB RAM এবং 128GB ইন্টারনাল। এই ফোন আসছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে। প্রাইমারি ক্যামেরা হিসেবে এই মডেলে রয়েছে 13MP শুটার। ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 5020 mAh ব্যাটারি সেইসঙ্গে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই মোবাইলের ওপর পাওয়া যাচ্ছে 9,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
ফেস্টিভ সেলে এই স্মার্টফোন কেনা যাচ্ছে 6,199 টাকায়। Amazon দিচ্ছে এই নোকিয়া ব্র্যান্ডের হ্যান্ডসেটের ওপরে 800 টাকার ছাড়। এই স্মার্টফোনের ওপরে সেলে পাওয়া যাচ্ছে 350 টাকার কুপন। অর্থাৎ সবমিলিয়ে এই ফোন কেনা যাবে 5,849 টাকায়। এই ফোনে রয়েছে 5.45 ইঞ্চির IPS এলসিডি ডিসপ্লে। স্ক্রিনের রেজোলিউশন রয়েছে 720X1440 পিক্সেল। এই ডিভাইস কাজ করবে অক্টা- কোর Unisoc SoC SC9863A প্রসেসরে। এছাড়া স্টোরেজ হিসেবে রয়েছে 2GB RAM এবং 16GB ইন্টারনাল। এই ফোনে রয়েছে 5MP রিয়ার শুটার ক্যামেরা। এই স্মার্টফোনের ওপর সেলে দেওয়া হচ্ছে 5,800 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
Amazon Great Indian Festival সেলে Redmi 9 Power মডেল কেনা যাবে 10,499 টাকায়। ফেস্টিভ সেলে এই ফোনের ওপরে দেওয়া হচ্ছে 3,500 টাকার ছাড়। কেননা এই স্মার্টফোনের লিস্টিংয়ে দাম রয়েছে 13,999 টাকা। তবে 10% এইচডিএফসি ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে এই ফোন এইবার সেলে কেনা যাবে 10,000 টাকারও কম দামে। Redmi 9 Power স্মার্টফোন আসছে 6.53 ইঞ্চি IPS এলসিডি প্যানেল সমেত। এই ডিভাইস কাজ করবে স্ন্যাপড্রাগন 662 চিপসেটে। অন্যান্য কনফিগারেশন হিসেবে রয়েছে 6GB RAM এবং 128GB স্টোরেজ। Redmi 9 Power হ্যান্ডসেট আসছে 48MP রিয়ার ক্যামেরা এবং 8MP সেলফি শুটার সমেত। এই ফোনে রয়েছে 6,000 mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জের ফিচার। সেলে এই মডেলের ওপর পাওয়া যাচ্ছে 9,750 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
দিওয়ালির আগে Amazon থেকে কিনুন নতুন মাইক্রোওয়েভ ওভেন, দাম 6000 টাকা থেকে শুরু
বাজেট ফ্রেন্ডলি Tecno ব্র্যান্ডের এই মোবাইল Amazon সেলে কেনা যাবে 2,500 টাকার ডিসকাউন্টে। এই স্মার্টফোনের লিস্টিংয়ে দাম রয়েছে 10,999 টাকা। তবে সেলে দেওয়া হচ্ছে 8,499 টাকায়। Tecno Spark 7T মডেলে রয়েছে 6.52 ইঞ্চির IPS এলসিডি ডিসপ্লে সঙ্গে হাই ডেফিনেশন প্লাস রেজোলিউশন। এই মোবাইলে চলবে অক্টা- কোর হেলিও G35 চিপসেটে। স্টোরেজ ফিচার হিসেবে এই ফোনে রয়েছে 4GB RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ। এছাড়া এই ডিভাইস আসছে 48MP কোয়াড ক্যামেরা এবং 6,000 mAh ব্যাটারি সমেত। সেলে এই ফোনের ওপর পাওয়া যাচ্ছে 8,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
ফেস্টিভ সেলে এই রেডমি ব্র্যান্ডের স্মার্টফোন কেনা যাচ্ছে 6,799 টাকায়। এই ফোনের দাম রয়েছে 8,499 টাকা তবে সেলে দেওয়া হচ্ছে 1,700 টাকার ছাড়ে। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চির এলসিডি প্যানেল। প্রসেসর হিসেবে রয়েছে অক্টা- কোর হেলিও G25 SoC প্রসেসর। এই ডিভাইসে স্টোরেজ হিসেবে রয়েছে 3GB RAM এবং 32GB স্টোরেজ। Redmi 9A স্মার্টফোনে রয়েছে 13MP রিয়ার শুটার এবং 5MP সেলফি শুটার। এই স্মার্টফোন আসছে 5,000 mAh ব্যাটারি এবং 10 W ফাস্ট চার্জের ফিচার সমেত। সেলে এই ফোনের ওপর পাওয়া যাচ্ছে 6,450 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।