আজ ভারতে VIVO Z1 PRO ফোনটি লঞ্চ হবে, এভাবে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন

আজ ভারতে VIVO Z1 PRO ফোনটি লঞ্চ হবে, এভাবে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন
HIGHLIGHTS

আজ দুপুর 12টায় একটি ইভেন্টে এই ফোনটি লঞ্চ করা হবে

Vivo Z1 Pro ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা থকাতে পারে

ফোনটি স্ন্যাপড্র্যাগন 712 SoC র সঙ্গে আসতে পারে

আজকে ভারতে ভিভোর ফোন Vivo Z1 Pro লঞ্চ হবে। এই ফোনটি আজকে নিউ দিল্লিতে ঞ্চ করা হবে। আর এর মধ্যে এই ফোনের কিছু টিজার সোশাল মিডিয়াতে দেখা গেছে। এই ফোনে কোম্পানি বেশ কিছু নতুন জিনিস দিতে পারে বলে জানা গেছে।

কি করে Vivo Z1 Pro ফোনের লাইভ স্ট্রিমিং দেখবেন

আপনারা যদি আজকে এই ফোনটির লঞ্চ ইভেন্ট দেখতে চান তবে আজকে কোম্পানির ইউটিউব চ্যানেল থেকে এই ফোনের লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন। আজকে দুপুর 12 টায় এই ইভেন্ট শুরু হবে। আর আজকে এই ভিভো ফোনটি লঞ্চ হলে এই ফোনের দাম সেপক্স আর ফিচার্সের বিষয়ে ডিটেলসে জানা যাবে।

ভারতে Vivo Z1 Pro ফোনের আনুমানিক দাম

Vivo Z1 Pro ফোনটি ভারতে আজকে লঞ্চ করা হবে। আর এই ফোনটি এর মধ্যে চিনে Vivo Z5X নামে চিনে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটি সেখানে বেস কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Vivo Z5X ফোনটি চিনে চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে-4GB/64GB, 6GB/64GB, 6GB/128GB আর 8GB/128GB। আর সেখানে এই ফোনের দাম যথাক্রমে- 1,398CNY (আনুমানিক 14,400টাকা, CNY 1,498 (আনুমানিক 15.400 টাকা), CNY 1,698 (আনুমানিক 17,400 টাকা) আর CNY 1,998 (আনুমানিক 20,500 টাকা)

আর এই দাম দেখে আমরা আশা করছি যে এই ফোনটি ভারতে হয়ত এই একই দামে লঞ্চ করা হবে সেক্ষেত্রে এই ফোনটি একটি মিড রেঞ্জ ফোন হিসাবে আসতে পারে।

Vivo Z1 Pro ফোনের সম্ভাব্য স্পেক্স আর ফিচার্স

এই Vivo Z1 Pro ফোনটি এর আগে স্ন্যাপড্র্যাগন 712SoC র সঙ্গে টিজ করা হয়েছে। আর এই ফোনে হয়ত 18W ফাস্ট চার্জ যুক্ত একটি 5,000mAh য়ের ব্যাটারি থাকতে পারে।

Vivo র এই আপকামিং ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা থাকতে পারে। আর এই ফোনের এই ট্রিপেল রেয়ার ক্যামেরা সম্ভবত 8MP+16MP+2MP র হতে পারে। আর এর সঙ্গে এই ফোনে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

আর এই ফোনের বাকি ডিটেলস আজেক এই ফোনটি লঞ্চ হলেই জানা যাবে। সঙ্গে এই ফোনের ভারতে আসলে দাম কত হচ্ছে তাও জানা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo