Samsung Galaxy A50,A30 আর A10 ফোন গুলি ভারতে লঞ্চ হল

Samsung Galaxy A50,A30 আর A10 ফোন গুলি ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

স্যামসাংয়ের লেটেস্ট Galaxy A সিরিজের ফোন অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে এগুলি হল- Galaxy A50, A30 আর A10 আর এই ফোন গুলি আউট অফ দ্যা বক্স অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে

হাইলাইট

  • 20 মার্চ Samsung Galaxy A10 ফোনের বিক্রি শুরু হবে
  • এই ফোন গুলি অ্যান্ড্রয়েড 9 অয়াই নির্ভর স্যামসাং UI তে লঞ্চ করা হয়েছে
  • 4,000mAh য়ের ব্যাটারির সঙ্গে Galaxy A50 আর A30 ফোন দুটি লঞ্চ করা হয়েছে

 

অবশেষে ভারতে স্যামসাং তাদের লেটেস্ট A সিরিজের ফোন Samsung galaxy A10, Galaxy A30 আর Galaxy A50 লঞ্চ করেছে। আর এই নতুন ডিভাইস গুলি সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোন গুলি আউট অফ দ্যা বক্স অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর One UI তে লঞ্চ করা হয়েছে।

স্যামসাংয়ের galaxy A50 আর Galaxy A30 ফোন দুটি এই সপ্তাহে MWC 2019 য়ে প্রথম দেখা গেছিল। আর এই দুটি A সিরিজের ফোনের সঙ্গে কোম্পানি Galaxy A10 ফোনটিও লঞ্চ ক্রেচভহে। আর এই Samsung Galaxy A50 আর Samsung Galaxy A30 ফোন দুটি 2 মার্চ থেকে কেনা যাবে। আর সেখানে কোম্পানি বলেছে যে Samsung galaxy A10 ফোনটি 20 মার্চ থেকে বিক্রি করা হবে। আর আপনাদের বলে রাখি যে স্যামসাং সম্প্রতি তাদের A50 আরA30 ফোন দুটি গ্লোবাল মার্কেটে নিয়ে এসেছে।

Samsung Galaxy A50, Galaxy A30 আর Galaxy A10 য়ের ভারতে দাম

আমরা যদি এই ফোন গুলির দামের বিষয়ে দেখি তবে স্যামসাং গ্যালাক্সি A50 ফোনটির 4GB/64GB স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে 19,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এর 6GB/64GB ভেরিয়েন্টটি 22,990 টাকায় পাওয়া যাবে। আর সেখানে এই ফোন টি ব্লু, হোয়াট আর ব্ল্যাক কালারে পাওয়া যাবে। Galaxy A30 ফোনটির দাম 16,990 টাকা র সেখানে Galaxy A10 ফোনটি ভগারতে 8,490 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোন গুলি রেড, ব্লু আর ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

Samsung Galaxy A50, Galaxy A30 আর Galaxy A10 ফোনের স্পেক্স

Samsung Galaxy A50, Galaxy A30, Galaxy A10 ফোন গুলি অ্যান্ড্রয়েড পাই নির্ভর One UI তে লঞ্চ করা হয়েছে। আর এই সব ফোনে আলট্রা ওয়াইড, স্লো মো আর হাইপারলেন্সের মতন শুটিং মোড দেওয়া হয়েছে। Samsung Galaxy A সিরিজের Galaxy A50 ফোনটি সব থেকে প্রিমিয়াম ফোন। আর এই ফোনে একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওপ্যা হেয়ছে যা ইনফিনিটি U ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির রেজিলিউশান 1080x2340pআর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই Galaxy A50 ফোনটিতে অক্টা কোড় এক্সিয়ন্স 9610 SoC আছে। আর এই ফোনটি 4GB আর 6GB র‍্যামে পাওয়া যাচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যা 25MP+5MP+8MP ক্যামেরা যুক্ত আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা আছে।

আর এই ডিভাইসটি Samsung Intelligent Scene Optimiser যুক্ত। Galaxy A50 ফোনটিতে আপনারা ইনবিল্ড স্টোরেজে 64GB আর 512 গব পর্যন্ত এই স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে আপনারা ফেস আনলক ফিচারও পাবেন। আর এর সঙ্গে এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy A30 ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন যার রেজিলিউসজান 1080×2340 পিক্সাল। আর এটিও একটি সুপার AMOLED ইনফিনিটি U ডিসপ্লে। আর এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+5MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে একটি 16MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন।

আর এবার যদি আমরা Samsung Galaxy A10 ফোনের বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির HD+ 720×1520 পিক্সাল রেজিলিউশানের ডিপ্লে পাবেন। আর এই ফোনে cta-core Exynos 7884 SoC র সঙ্গে একটি 2GB র‍্যাম দেওয়া হেয়ছে। আর এই ফোনে রেয়ারে একটি 13Mp আর ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ইনবিল্ড স্টোরেজ 32GB। আর এই ফোনের ব্যাটারি 3,400mAh য়ের।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo