HIGHLIGHTS
VIVO V17 ফোনের দাম 22,990 টাকা
ফোনটি অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট আর ভিভোর সাইট থেকে কেনা যাবে
এই ফোনটি ভারতে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে
ভারতে সবে মাত্র ভিভো তাদের V সিরিজের নতুন ফোন লঞ্চ করেছে। আর এই নতুন VIVO V17 য়ের আজকে প্রথম সেল। মানে আপনারা আজকে প্রথম এই ফোনটি নিজের করতে পারবেন। আজ দুপুর 12 টায় এই ফোনটি কেনা যাবে। ফোনটি ভারতে অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট আর ভিভোর সাইট থেকে কেনা যাবে। আর এই ফোনটি আজ থেকে অফলাইনেও কিনতে পারবেন।
Surveyএই VIVO V17 ফোনটি ভারতে 22,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি আপনারা দুটি রঙে কিনতে পারবেন। ফোনটি মিডনাইট ওসান আর গ্লোরিয়াস আইস রঙে কেনা যাবে।
এই ফোনটি যদি আপনারা HDFC, ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক 31 ডিসেম্বর পর্যন্ত পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা জিওর প্রায় 12,000 টাকার একাধিক বেনফিটও পেতে পারেন।
VIVO V17 ফোনে আছে একটি 6.44 ইঞ্চিরফ ফুল HD প্লাস সুপার AMOLED ডিসপ্লে আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 AIE। আর ফোনটি ভারতে 8GB র্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে এসেছে।
ফোনে পাবেন ফানটাচ OS 9.2। আর এই ফোনটিতে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপে 48MP র মেন ক্যামেরার সক্সযঙ্গে পাবেন 8MP র একটি ক্যামেরা আর সঙ্গে 2MP র দুটি ক্যামেরা। ফোনের ফ্রন্টে আছে একটি 32MP র ক্যামেরা।
ফোনে আছে 4500mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।