MOTO E6S আজকে প্রথম বার বিক্রি করা হবে

MOTO E6S আজকে প্রথম বার বিক্রি করা হবে
HIGHLIGHTS

ফোনটির দাম 7,999 টাকা

এই ফোনে আছে 4GB র‍্যাম

ফোনটি রিমুভেবেল ব্যাটারির সঙ্গে এসেছে

ভারতে সবে মোটোরোলা তাদের নতুন ফোন Moto e6s লঞ্চ করেছে। আর আজকে এই ফোনটি প্রথম কেনা যাবে। এই ফোনটি ভারতে 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আপনারা এখানে দুপুর 12টার সময়ে ফ্লিপকার্ট আর কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

এই ফোনটি ভারতে একটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনে অনেক দিন পরে একটি রিমুভেবেল ব্যাটারি দেওয়া হয়েছে।

Moto e6s ফোনের স্পেক্স আর ফিচার্স

এই ফোনে আপনারা একটি 6.1 ইঞ্চির ম্যাক্স ভিশান HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনের ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। ফোনটিতে আপনারা 13MP র মেন ক্যামেরার সঙ্গে 2MP র সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্টে আছে একটি 8MP র ক্যামেরা

ফোনটি অক্টা কোর 2.0Ghz প্রসেসার যুক্ত। ফোনটি 10W র‍্যাপ চার্জার জুক আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। ফোনটিতে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন আর এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo