6GB র‍্যাম যুক্ত HTC U11+ ফোনটি ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এই ফোনটিতে 6GB র‍্যামের সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার দেওয়া হয়েছে

6GB র‍্যাম যুক্ত HTC U11+ ফোনটি ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাচ্ছে

HTC U11+ ফোনটি সবে ভারতে লঞ্চ হয়েছে। আর এবার এই স্মার্টফোনটি ভারতে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে 56,990 টাকায় কেনা যাচ্ছে। অ্যামাজনে স্মার্টফোনের সঙ্গে কিন্ডলে বই সহ আরও অন্যান্য জিনিসের ওপরও ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটি নো ক্সট মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে কোম্পানি 6GB র‍্যামের সঙ্গে 128GB;র ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। আর এর সঙ্গে এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসারও দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিও যুক্ত।

HTC U11+ ফোনটিতে 6-ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি সুপার LCD 6, কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। এই ডিসপ্লের রেজিলিউশান 2880 x 1440 পিক্সাল। এর এছাড়া এই ফোনটিতে 3930mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 12MP’র রেয়ার আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে ইউজার্সরা দুটি সিম কার্ডের সাপোর্ট পাবে। এটি হাইব্রিড স্লিম স্লট যুক্ত। এটি OTG আর কুইক চার্জিং সাপোর্ট করে। এটি IP68 সার্টিফিকেশান পেয়েছে, যার ফলে এটি একটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত ফোন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo