এই স্মার্টফোন গুলির ওপর অ্যামাজন ভাল ডিস্কাউন্ট দিচ্ছে

HIGHLIGHTS

এই লিস্টে স্যামসং, মাইক্রোম্যাক্স মোটোর মতন স্মার্টফোন আছে

এই স্মার্টফোন গুলির ওপর অ্যামাজন ভাল ডিস্কাউন্ট দিচ্ছে

আপনি যদি অনেক দিন ধরেই ভাল স্মার্টফোন ডিস্কাউন্টের সঙ্গে কনার কথা ভাবছিলেন তবে আজকে আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। আসলে আজকে অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন বেশ কিছু স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট দিছে। এই লিস্টে স্যামসং, মাইক্রোম্যাক্স মোটোর মতন স্মার্টফোন আছে। আর এর মধ্যে কোন স্মার্টফোন যদি আপনার পছন্দ হয় তবে তা আপনি নিতে পারেন। তবে আসুন দেখা যাক যে আজকে অ্যামাজন কোন কোন স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy A5 2017 , আজকে অ্যামাজন থেকে এই স্যামসং এর স্মার্টফোনটি 27% ডিস্কাউন্টের সঙ্গে 17,999 টাকায় কেনা যাচ্ছে। এই স্মার্টফোনটি 16MP’র প্রাইমারি আর 16MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এখান থেকে কিনুন।

Samsung Galaxy J7 Prime(গোল্ড), এই স্যামসং এর স্মার্টফোনটি আজকে অ্যামাজনে 13,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন। 

Micromax Canvas Infinity(ব্ল্যাক), এই স্মার্টফোনটি আজকে অ্যামাজনে 32% ডিস্কাউন্টের সঙ্গে 9,489 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটি 3GB র‍্যাম আর 32GB ‘র ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এখান থেকে কিনুন। 

Honor 8 Pro এই ফোনটির দাম এমনিতে 29,999 টাকা তবে 13% ডিস্কাউন্টের সঙ্গে এই ফোনটি 25,999 টাকায় কেনা যেতে পারে। এই স্মার্টফোনটির ডিসপ্লে 5.7ইঞ্চির আর এর র‍্যাম 6 GB আর ইন্টারনাল স্টোরেজ 128GB। এখান থেকে কিনুন।

Moto G5 Plus এই ফোনটির দাম এমনিতে 16,999 টাকা তবে এর ওপর 25% ডিস্কাউন্ট চলার পরে এটি 12,799 টাকায় কেনা যাচ্ছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা 12MP’র আর এর ব্যাটারি 3000mAH এর। এখান থেকে কিনুন।

নোটঃ আপনারা সাইটে দামের কিছু পরিবর্তন দেখতে পারেন। সাইটের দামের পরিবর্তন সাইটের ব্যক্তিরাই করে থাকেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo