Oppo A83 2018, F9 আর F9 Pro স্মার্টফোনের দাম কমে গেছে

Oppo A83 2018, F9 আর F9 Pro স্মার্টফোনের দাম কমে গেছে
HIGHLIGHTS

Oppo তাদের Oppo A83 2018, F9 আর F9 Pro স্মার্টফোন গুলির দাম কমেছে, এই স্মার্টফোন গুলি 8,490 টাকার প্রাথমিক দামে কেনা যাচ্ছে

বৈশিষ্ট্য

  • Oppo A83 2018, F9 আর F9 Pro স্মার্টফোনের দাম কমল
  • 500 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত দাম কমেছে
  • মুম্বাইয়ের রিটেল টুইট করে এই বিষয়ে জানিয়েছে

 

মুম্বাইয়ের রিটেল মহেশ টেলিকম টুইট করে জানিয়েছে যে Oppo A83 2018  এবার 8,490 টাকায় কেনা যাবে। আর আপনাদের মনে করিয়ে দি যে এই ফোনটি ভারতে অক্টোবর মাসে 8,990 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এবার এই ফোনটির দাম 500 টাকা কমে গেছে।

 

আর আমরা যদি Oppo A83 ফোনটি দেখি তবে এই ফোনে ন্যানো সিম সাপোর্ট করে আর এতে একটি 5.7 ইঞ্চির HD+ ডিসপ্লে 720×1440 পিক্সাল রেজিলিউশানে আছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক MT6737T প্রসেসার আছে আর এর ক্লক স্পিড 2.5GHz। আর এই মডেলে কোম্পানি 4GB র‍্যাম দিয়েছে আর এর পুরনো ভার্সানে 3GB র‍্যাম আছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাটে চলে। আর এই ফোনে একটি 13MP র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে আছে আর এই ফোনে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo F9 ফোনটি 19,990 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এটির দাম অক্টোবর মাসে 1000 টাকা কমেছিল আর এবার এর দাম 2,000 টাকা কমল আর এবার এই ফোনটি 16,990 টাকায় কেনা যাবে।

Oppo F9 Pro ফোনটি 64GB ভেরিয়েন্টের দাম 23,990 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এবার এই ফোনটি 21,990 টাকায় কেনা যাবে। আর Oppo F9 Pro ফোনটির 128GB ভেরিয়েন্টের দাম 25,990 টাকা থেকে কমে 23,990 টাকা রাখা হয়েছে।

Oppo F9 Pro ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর স্ক্রিন টু বডি রেশিও 90.8%। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এটি ওয়াটার ড্রপ নচের সঙ্গে ডিজাইন করা হয়েছে। F9 Pro ফোনটিতে 25MP র ফ্রন্ট ক্যামেরা, ইয়ারপিস আর লাইট সেন্সার আছে। F9 Pro ফোনটির প্যানেল কালার্ড। Oppo দাবি করেছে যে এই ফোনটি সম্পূর্ণ গ্রেডিয়েন্ট ডিজাইনের সঙ্গে এসেছে আর এটি গ্রেডিয়েন্ট স্প্রেডাং প্রযুক্তির সঙ্গে এসেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo