Nokia র এই চারটি ফোনে নতুন আপডেট এল

Nokia র এই চারটি ফোনে নতুন আপডেট এল
HIGHLIGHTS

খুব তাড়াতাড়ি ভারতে Nokia 7 Plus, Nokia 7.1, Nokia 6.1 Plus আর Nokia 6.1 ইউনিট গুলি OTA র মাধ্যমে আপডেট পাওয়া শুরু করবে

হাইলাইট

  • Nokia 7 Plus, Nokia 7.1, Nokia 6.1 Plus আর Nokia 6.1 নতুন আপডেট পাচ্ছে
  • OTA র মাধ্যমে ইউজার্সরা নতুন আপডেট পাচ্ছে

 

HMD গ্লোবাল তাদের নতুন চারটি ফোনের জন্য আপডেট দিয়েছে। এই ফোনগুলি হল Nokia 7 Plus, Nokia 7.1, Nokia 6.1 Plus আর Nokia 6.1। আর এই ইউনিট গুলি ভারতে মার্চ অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাচ্ছে আর আগামী দিনে এই ফোনে OTA( ওভার দ্যা ইয়ার) য়ের মাধ্যমে ডিভাইসটি আপডেট পাওয়া শুরু করবে। আর এই সব ইউনিট 3.51F বিল্ট পাবে আর এই আপডেট অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর হবে।

Nokia 7 Plus ফোনটির আপডেট সাইজ 375.3MB আর সেখানে Nokia 7.1 য়ের জন্য আপডেট সাইজ 342.9MP আর সেখানে Nokia 6.1 Plus আর Nokia 61. এই দুটি ফোনের জুন্য এই আপডেট সাইজ যথাক্রমে 339.8MB আর 530.7MB । আর এছাড়া নোকিয়া পাওয়ার ইউজারের রিপোর্ট অনুসারে কোম্পানি ইয়ারকে Nokia 1 স্মার্টফোনের জন্য নতুন মার্চ সিকিউরিটি আপডেট রিলিজ করেছে। আর এই আপডেট V1.550 বিল্ডের সঙ্গে এসেছে। আর এই সিস্টেম স্টেবিলিটি ইম্প্রুভমেন্টের সগে এসেছে আর এই ইম্প্রুভমেন্ট Nokia 7 Plus, Nokia 7.1, Nokia 6.1 Plus আর Nokia 6.1 ডিভাইসে আসবে।

আমরা যদি Nokia 7 Plus ফোনটির বিষয়ে বলি তবে এই ফনে আপনারা 6 ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা 6000 সিরিজের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। আর এই স্মার্টফোনে আপনারা ডূয়াল ক্যামেরা সেটআপ আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট পাবেন। আর এই স্মার্টফোনে নোকিয়া 2 দিনের ব্যাটারি লাইফের কথা দবাই করেছে। ফোনটিতে আপনারা ব্ল্যাক কপার আর হোয়াইট কপার কালারে কিনতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo