অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল চিনে লঞ্চ হল Xiaomi Mi Max 3, 5,500mAh য়ের ব্যাটারি যুক্ত ফোন

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল চিনে লঞ্চ হল Xiaomi Mi Max 3, 5,500mAh য়ের ব্যাটারি যুক্ত ফোন
HIGHLIGHTS

Xiaomi Mi Max 3 স্মার্টফোনটি চিনে লঞ্চ করা হয়েছে, এই ডিভাইসটি 6.9 ইঞ্চির FHD+ ডিসপ্লে, স্ন্যাপড্র্যা গন 636, 6GB র‍্যাম আর AI ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 5,500mAh য়ের ব্যাটারি যুক্ত

সাওমি তাদের xiaomi mi max সিরিজের একটি নতুন স্মার্টফোন চিনে লঞ্চ করেছে। এই ডিভাইসটি মানে Xiaomi Mi Max 3 কে নিয়ে বিভিন্ন খবরের মাধ্যমে ফোনের বিষয়ে অনেক কিছুই আগে জানা গেছিল। আর সবাই  এই ডিভাইসটির অপেক্ষায় অনেক দিন ধরেই ছিলেন, আর এবার ভারতের গ্রাহকরা এর জন্য অপেক্ষায় আছেন।

এই ডিভাইসটি চিনে শোকেস করা হয়েছে, আর এবার সেখান থেকে জানা গেছে যে এই ফোনে 6.9 ইঞ্চির 2160×1080 পিক্সালের FHD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে, আর এটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত একটি IPS ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনে আপনারা 2.5D কার্ভডও পাবেন। আর এর সঙ্গে ফোনে আপনারা 1.8GHz য়ের অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট দেওয়া হেয়ছে। আর এছাড়া এই ফোনে অ্যাড্রিনো 509 GPU আছে।

Xiaomi mi Max 3 স্মার্টফোনটিতে একটি 4GB LPDDR4x র‍্যাম ছাড়া একটি 64GB র ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে, আর আপনাদের বলে রাখি যে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 8.1Oreo তে কাজ করবে। আর এর সঙ্গে এই ফোনে একটি 5,500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি কুইক চার্জ 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এছাড়া এতে প্যারালাল চার্জিং সাপোর্টও আছে।

আর এছাড়া এই ফোনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল VoLTE, ও য়াই-ফাই 802.11ac, MIMO ব্লুটুথ 5, GPS+GLONASS USB Type C ও আছে।

Xiaomi Mi max 3 ফোনে কোম্পানির তরফে Meterite Balck, Dream Gold আর Dark Blue য়ের মতন রঙে আনা হয়েছে। আর এর দামের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এই ফোনের 4GB মডেল কোম্পানির তরফে 1,699 ইউয়ান মানে প্রায় 17,320 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এর 6GB র‍্যাম মডেলের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এর দাম প্রায় 1,999ইউয়ান মানে প্রায় 20,375টাকা। আর এই ডিভাইসটি 20 জুলাই থেকে চিনে কিনতে পাওয়া যাবে। আর এটি ভারতে অক্টোবর মাসে লঞ্চ করা হতে পারে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo