Tecno Pop 6 Pro: 6 হাজার টাকার দামে লঞ্চ, ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি এবং দুর্দান্ত ডিসপ্লে

Tecno Pop 6 Pro: 6 হাজার টাকার দামে লঞ্চ, ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি এবং দুর্দান্ত ডিসপ্লে
HIGHLIGHTS

স্মার্টফোন ব্র্যান্ড Tecno তাদের নতুন সস্তা স্মার্টফোন Tecno Pop 6 Pro লঞ্চ করেছে

Tecno Pop 6 Pro ফোনের 2GB RAM সহ 32GB স্টোরেজের দাম 7,999 টাকা

Tecno Pop 6 Pro ফোনটি MediaTek Helio A22 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির সাথে বাজারে আনা হয়েছে

স্মার্টফোন ব্র্যান্ড Tecno তাদের নতুন সস্তা স্মার্টফোন Tecno Pop 6 Pro লঞ্চ করেছে। সম্প্রতি কোম্পানি Tecno POVA Neo 2 স্মার্টফোনও ভারতে লঞ্চ করেছে। Tecno Pop 6 Pro ফোনটি MediaTek Helio A22 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির সাথে বাজারে আনা হয়েছে। ফোনে 2GB পর্যন্ত RAM এর সাথে 132GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট দেওয়া হয়েছে।

Tecno Pop 6 Pro দাম

Tecno Pop 6 Pro ফোনটি পোলার ব্ল্যাক এবং পিসফুল ব্লু কালার অপশনে চালু করা  হয়েছে। ফোনের 2GB RAM সহ 32GB স্টোরেজের দাম 7,999 টাকা। তবে, ফোনটি Amazon India-এ Amazon Great Indian Festival Sale-এর আওতায় 6,099 টাকায় কেনা যাবে। এছাড়াও, SBI কার্ডের মাধ্যমে ফোন কিনলে 1250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে। ফোনের বিক্রিও 27 সেপটেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে।

Tecno Pop 6 Pro এর স্পেসিফিকেশন

Tecno Pop 6 Pro ফোনে Android 12 Go Edition ভিত্তিক HiOS 8.6 দেওয়া হয়েছে। ফোনে 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যা (720×1612 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট সহ আসে। ফোনে কোয়াড-কোর MediaTek Helio A22 প্রসেসর এবং 2GB LPDDR4X RAM সহ  32GB eMMC5.1 স্টোরেজ রয়েছে।

Tecno Pop 6 Pro

Tecno Pop 6 Pro এর ক্যামেরা

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে Tecno Pop 6 Pro ফোনে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা AI লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার পাশাপাশি এলইডি ফ্ল্যাশ সাপোর্ট রয়েছে।

Tecno Pop 6 Pro ব্যাটারি

Tecno Pop 6 Pro ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হচ্ছে। ব্যাটারি সম্পর্কে, কোম্পানির দাবি যে ফোনটি একবার চার্জে স্ট্যান্ডবাই সহ 42 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। সিকিউরিটির জন্য ফোনে ফেস আনলকের সুবিধাও রয়েছে। কানেক্টিভিটির জন্য, ফোনে ডুয়াল সিম, 4জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ওটিজির মতো ফিচার সাপোর্ট রয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo