ONEPLUS 6, ONEPLUS 6T ফোন দুটি স্টেবেল অক্সিজেন OS 10 আপডেট পাওয়া শুরু করেছে

ONEPLUS 6, ONEPLUS 6T ফোন দুটি স্টেবেল অক্সিজেন OS 10 আপডেট পাওয়া শুরু করেছে
HIGHLIGHTS

OnePlus 6/6T ফোন দুটি স্টেবেল অক্সিজেন আপডেট পাওয়া শুরু করেছে

অক্সিজেন OS 10 নতুন UI আর কাস্টমাইজড অপ্টিক্স আনছে

ওয়ানপ্লাস তাদের নতুন স্মার্টফোন আনারা সঙ্গে সঙ্গে পুরনো ফোনের সফটোয়্যার আপডেটও নিয়ে আসে। আর এখন অ্যান্ড্রয়েড 10 আশার পরে কোম্পানি তাদের নতুন অ্যান্ড্রয়েড 10 নির্ভর অক্সিজেন OS 10 OnePlus 6/6T এই দুই ফোনের জন্য নিয়ে এসেছে। এই নতুন ভার্সান আগে বিটাতে পাওয়া যাচ্ছিল আর এখন এটি স্টেবেল ভার্সানে অক্সিজেন OS 10 দিচ্ছে।

ইউরোপের ইউসার Reddit আর XDA র মাধ্যমে জানা গেছে যে OnePlus 6T স্টেবেল অক্সিজেন OS 10 য়ের আপডেট পাচ্ছে। XDA জানিয়েছে যে এই আপডেট তাড়াতাড়ি OnePlus 6 য়ের গ্রাহকরাও পাবেন।

এখানে OnePlus 6/6T গ্রাহকদের চেনলগের বিষয়ে ডিটেলে বলা হল

অক্সিজেন 10 চেনলগ

  • সিস্টেম
  • অ্যান্ড্রয়েড 10 য়ের আপগ্রেডেশান
  • নতুন UI আর ডিজাইন
  • প্রাইভেসির জন্য লোকেশান পারমিশান
  • আইকন বাছারা মতন কাজ কুইক সেটিংসের মাধ্যমে করা যাবে
  • ফুল স্ক্রিন জেসচার
  • বাঁ থেক ডাক দিকের সোয়াইপ আসবে নতুন ফিচার
  • নেগিভেশান বটনে নতুন বার রিসেন্ট অ্যাপে যাওয়ার অনুমতি দেবে
  • গেম স্পেস
  • নতুন গেম স্পেস ফিচার এই সময়ে এক সঙ্গে একাধিক ভাল গেমিং অভিজ্ঞতা দেবে
  • স্মার্ট ডিসপ্লে
  • ইন্টেলিজেন্ট ইনফোবেসড স্পেসিফিক টাম, লোকেশান আর ইভেন্ট অ্যাম্বিয়েন্ট ডিসপলে (সেটিংস-ডিসপ্লে-অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে-স্মার্ট ডিসপ্লে)
  • মেসেজ
  • কি ওয়ার্ড মেসেজের মাধ্যমে স্প্যাম ব্লক করা যাবে (মেসেজ-স্প্যাম-সেটিংস-ব্লকিং সেটিংস)

এই নতুন আপডেটের সঙ্গে অ্যান্ড্রয়েড অক্টোবর সিকিউরিটি আপডেটও আসবে। আর OnePlus 5/5T ফোনের এই আপডেট স্মভত 2020 সালের দ্বিতীয় কোয়াটারের মধ্যে আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo