REALME 3 PRO VS REALME X ফোন দুটির স্পেক্সের তুলনা

REALME 3 PRO VS REALME X ফোন দুটির স্পেক্সের তুলনা

রিয়েলমি ভারতে কিছু দিন আগে তাদের Realme 3 Pro ফোনটি লঞ্চ করেছে আর তাড়াতাড়ি তারা চিনে লঞ্চ হওয়া Realme X ফোনটি ভারতে লঞ্চ করবে। আর Relame X ফোনটি কম্পানির প্রথম ফোন যা পপ আপ সেলফি ক্যামেরার ফোন হবে আর এই ফোনের ব্যাকে 48MP র ক্যামেরা থাকতে পারে। আর আজকে এই দুটি ফোনের মাধ্য আমরা একটি তুলনা মূলক আলোচনা করে দেখব।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

REALME 3 PRO VS REALME X য়ের দাম

4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Relame 3 Pro ফোনটি 13,999 টাকায় কেনা যাবে আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকায় কেনা যাবে। আর Relame X ফোনটির প্রাথমিক দাম RMB 1,499 (~Rs 15,400)।

REALME 3 PRO VS REALME X য়ের ডিসপ্লে

Realme 3 Pro ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ ডিসপ্লে  2340X1080pর FHD+ রেজিলিউশানের সঙ্গে আসবে। Realme X ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর স্যামসাং AMOLED ডিসপ্লে ফুল স্ক্রিন ডিসপ্লে আর এর রেজিলিউশান 1080 x 2340পিক্সাল। আর এর স্ক্রিন টু বডি রেশিও 91.2% আর এটি 5th জেনারেশানের গ্লাস প্রোটেকশান যুক্ত।

REALME 3 PRO VS REALME X প্রসেসারে

Realem 3 Pro ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 আর GPU অ্যাড্রিনো 616 আছে আর এই ফোনে X15 মোডেম আর স্মুথ কালার অফার করা হয়েছে আর এর সঙ্গে এটি 4K HDR প্লেব্যাক সাপোর্ট করে। আর গেমিং এক্সপিরিয়েন্সের জন্য কোম্পানি হাইপারবুস্ট 2.0 দিয়েছে। Relame X ফোনটি তে 2.2GHZ অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 চিপসেট যুক্ত।

REALME 3 PRO VS REALME X য়ের ক্যামেরা

ক্যামেরার ক্ষেত্রে Realme 3 Proফোনটির ব্যাকে 16 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যা সোনি IMX519 সেন্সারের আর ফোনের দ্বিতীয় ক্যামেরাটি 5MP র। আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা দেওয়া হয়েছে এটি একটি AI ক্যামেরা।

Relame X ফোনটিতে AI ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যে Sony IMX586য়ের 48MP র ক্যামেরা আর দ্বিতীয়টি 5MP র সেকেন্ডারি ক্যামেরা যা LED ফ্ল্যাশের সঙ্গে এসেছে। আর এই ফোনটির স্পেশালিটি এই ফোনের পপ আপ সেলফি ক্যামেরা যা 16MPর।

REALME 3 PRO VS REALME X য়ের ব্যাটারি ও অন্যান্য স্পেশালিটি

ব্যাটারির ক্ষেত্রে Realme 3 Pro ফোনে 4045mAh য়ের ব্যাটারি আছে যা CABC মোড সাপোর্ট করে আর এর মাধ্যমে ব্যাটারি লাইফ 10% পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর কোম্পানি ডিভাইসে VOOC 3.0ফ্ল্যাশ চার্জ সাপোর্ট যুক্ত আর বক্সে 20W চার্জার আছে। আর এই ফোনটি ColorOS 6.0তে কাজ করে আর এটি অ্যান্ড্রয়েড পাই যুক্ত। আর এছাড়া Relame X ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে যা ColorOS 6.0 UI নির্ভর আর এই ফোনটিতে 3765mAH য়ের ব্যাটারি আছে যা VOCC 3.0 সাপোর্ট যুক্ত। আর এই ফোনে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo