Oppo R17 Pro আর Samsung Galaxy A9 ফোন দুটির তুলনামূলক আচলোচনা

Oppo R17 Pro আর Samsung Galaxy A9 ফোন দুটির তুলনামূলক আচলোচনা
HIGHLIGHTS

Oppo R17 Pro ফোনটি ভারতে 45,999 টাকায় লঞ্চ করা হয়েছে আর এই ফোনের সঙ্গে আমরা Samsung Galaxy A9 ফোনটির স্পেক্সের তুলনা করে দেখব

Oppo R17 Pro ফোনটি ভারতে ট্রিপেল ক্যামেরা সেটআপ আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর অন্য দিকে Samsung Galaxy A9 ফোনটি বিশ্বের প্রথম ফোন যা চারটি ক্যামেরার সেটআপ এসেছে। আর এই দুটি ফোনই লেটেস্ট প্রিমিয়াম মিড রেঞ্জের ফোন আর এই দুটি ফোনের স্পেক্স কেমন তারই একটি তুলনামূলক আলোচনা আমরা আজকে আমাদের এই আর্টিকেলে দেখে নেব।

ডিসপ্লে

Oppo R17 Pro ফোনটি 6.4 ইঞ্চির ফুল HD+ ডীসপ্লে যুক্ত ফোন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.5% । আর এই স্মার্টফোনটি টিয়ার ড্রপ নচের সঙ্গে এসেছে আর তা এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার সঙ্গে আছে। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। আর এটি কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান যুক্ত।

আর Samsung Galaxy A9 ফোনটিতে একটু ছোট 6.2 ইঞ্চির SUPER AMOLED ইনফিনিটি ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1080×2220 পিক্সাল। আর এই ফোনটিতে নচ নেই আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এর ব্যাকে অবস্থিত।

ক্যামেরা

Oppo R17 Pro ফোনটি ট্রিপেল ক্যামেরা যুক্ত, আর এই ফোনের এটিই অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই ফোনটিতে একটি 12MP র প্রাইমারি সেন্সার, 20MP র সেকেন্ডারি সেন্সার আর TOF সেন্সার ব্যাক সাইডে আছে আর এর সঙ্গে এটি 3D ইমেজিং প্রযুক্তি যুক্ত যা ওব্জেক্ট ম্যাপ করতে পারে। আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা আছে।

Samsung Galaxy A9 বিশ্বের প্রথম ফোন যা চারটি রেয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এই ফোনে 24MP র প্রাইমারি সেন্সার, 8MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5MP র ডেপথ সেন্সিং ক্যামেরা আর 10MP র টেলিফটো ক্যামেরা আছে। আর এই ফোনটির ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে।

প্রসেসার

Oppo R17 Pro ফোনটি প্রথম ফোন যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসারের সঙ্গে এসেছে, আর এই ফোনটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ যুক্ত। আর এই স্টোরেজ এক্সপেন্ড করা যায়না।

আর অন্য দিকে Samsung Galaxy ফোনটি এখনও পুরনো 6000 সিরিজের আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। আর এই ফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ব্যাটারি

Oppo R17 ফোনটি 3,700mAh য়ের ব্যাটারি আর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনটি কোম্পানির সুপার Vocc ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত আর এটি মাত্র দশ মিনিটে ফোনটিকে 40% চার্জ করতে পারে।

আর Samsung Galaxy A9 ফোনটি 3,800mAh য়ের ব্যাটারি যুক্ত আর এটিও ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Oppo R17 Pro ফোনটি 45,999 টাকায় 8GB/12GB ভেরিয়েন্টে কেনা যায় আর সেখানে Samsung Galaxy A9 6GB র‍্যাম ভেরিয়েন্ট 36,990 টাকায় আর এর 8GB র‍্যাম ভেরিয়েন্টটি 39,990 টাকায় কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo