Asus Zenfone Max Pro M2 য়ের সঙ্গে Xiaomi Redmi Note 6 Pro ফোনটির তুলনামূলক আলোচনা

Asus Zenfone Max Pro M2 য়ের সঙ্গে Xiaomi Redmi Note 6 Pro ফোনটির তুলনামূলক আলোচনা
HIGHLIGHTS

Asus Zenfone Max Pro M2 ফোনটি সবে ভারতে 12,999 টাকায় লঞ্চ হয়েছে আর এই দামের মধ্যে ভারতে Xiaomi Redmi Note 6 Pro ফোনটিও আছে

Asus Zenfone Max Pro M2 ফোনটি তার আগের ফোন Max Pro M1 য়ের পরের জেনারেশানের ফোন। আর এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে এসেছে। আর এই ফোনটিতে কোম্পানি আপগ্রেটেড ক্যামেরা, ডিসপ্লে আর প্রসেসার দিয়েছে। আর অন্য দিকে Xiaomi Redmi Note 6 Pro ফোনটিতে কোম্পানি ফ্রন্ট আর রেয়ারে দুদিকেই ডুয়াল ক্যামেরা দিয়েছে। আসুন আজকে আমরা এই দুটি ফোনের স্পেক্সের বিষয়ে ডিটেলসে দেখে নি।

Asus Zenfone Max Pro M2 ফোনটিতে 6.3 ইঞ্চির নচ যুক্ত ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1080×2280 পিক্সাল রেজিলিউশানের। আর অন্য দিকে Xiaomi Redmi Note 6 Pro ফোনটিতে 6.26 ইঞ্চির ডিসপ্লে একই রেজিলিউশানের সঙ্গে দেওয়া হয়েছে।

আর অন্য দিকে প্রসেসারের দিকটি যদি দেখি তবে Asus Zenfone Pro Max 2 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার দেওয়া হয়েছে। আর অন্য দিকে Xiaomi Redmi Note 6 Pro ফোনটিতে আরও একটু দ্রুত কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার দেওয়া হয়েছে।

Asus Zenfone Max Pro M2 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 3GB/32GB, 4GB/64GB আর 6GB/64GB। আর অন্যদিকে Xiaomi Redmi Note 6 Pro ফোনটি 4GB/64GB আর 6GB/64GB ভেরিয়েন্টে পাওয়া যায়।

আর ক্যামেরার ক্ষেত্রে Xiaomi Redmi Note 6 Pro ফোনটি ডুয়াল ফ্রন্ট আর ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর Asus Zenfone  Pro Max M2 ফোনটিতে 12MP+5MP র ডুয়াল র‍্যেয়ার আর একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Asus Zenfone Pro Max M2 ফোনটি ফ্লিপকার্টে 18 ডিসেম্বর থেকে পাওয়া যাবে। আর অন্য দিকে Xiaomi Redmi Note 6 Pro ফোনটি 15,099 টাকায় অ্যামাজন ইন্ডিয়াতে কেনা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo