Azus Zenfone Max Pro M1 য়ের সঙ্গে Asus Max Pro M2 ফোনটির স্পেক্সের তুলনা

Azus Zenfone Max Pro M1 য়ের সঙ্গে Asus Max Pro M2 ফোনটির স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

Asus Zenfone Max Pro M2 ফোনটি ভারতে লঞ্চ হয়েছে আর এর প্রাথমিক দাম 12,999 টাকা আর আমরা এই ফোনের সঙ্গে এর পূর্বসূরির ফোন Max Pro M1 য়ের তুলনা করে দেখছি

Asus Zefnone Max Pro M2 ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে। আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে এসেছে 3GB/32GB, 4GB/64GB আর 6GB/64GB । আর Max Pro M2 ফোনটি প্রথম বাজেট ফোন যা কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশানের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর max Pro M2 ফোনটি আগের ফোন Max Pro M1  কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর আমারা আজকে এই আর্টিকেলে দেখব যে এই দুটি ফোনের মধ্যে কোনটি কেমন আর এদের মধ্যে পার্থক্য ঠিক কোথায়।

ডিসপ্লে

Asus Zenfone Max Pro M2 ফোনটি একটু বড় 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে যুক্ত আর এতে 2280×1080 পিক্সালের রেজিলিউশান আর 19:9 য়ের অ্যাস্পেক্ট রেশিও আছে। আর এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান আছে আর বাজেট স্মার্টফোনে এই প্রথম এটি দেখা গেল।

Asus Zenfone Max Pro M1 য়ে আপনারা একটি 5.99 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 1080×2160 পিক্সাল। আর এই ফোনটির অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনটিতে নচ নেই।

প্রসেসার

Max Pro M2 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আর Max Pro M1 ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার পাবেন। আর এই ফোনটি তিনটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এটির স্টোরেজকেও 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ক্যামেরা

Asus Zenfone Max Pro M2 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনটিতে একটি 12MP র প্রাইমারি ক্যামেরা আর 5MP র ডেপথ সেন্সার আছে। আর অন্য দিকে ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

আর Max Pro M1 ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা 13MP+5MP র আর ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা পাবেন।

দাম

Asus Zenfone Max Pro M2 ফোনটি ভারতে 12,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির এই দাম এর বেস ভেরিয়েন্ট 3GB/32GB র আর এর সঙ্গে এই ফোনটির 4GB/64GB আর 6GB/64GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 14,999 টাকা আর 16,999 টাকা। আর এই ফোনটি ফ্লিপকার্টে 18 ডিসেম্বর থেকে কেনা যাবে।

আর Asus Zenfone Max Pro M1 ফোনটি ফ্লিপকার্টে 10,999 টাকায় পাওয়া যায়।

 

Digit.in
Logo
Digit.in
Logo