Sony Xperia XZ1 স্মার্টফোনটি 19MP ক্যামেরা আর অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর সঙ্গে লঞ্চ হল, দাম Rs 44,990

Sony Xperia XZ1 স্মার্টফোনটি 19MP ক্যামেরা আর অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর সঙ্গে লঞ্চ হল, দাম Rs 44,990
HIGHLIGHTS

Sony Xperia XZ1 প্রথম স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড 8.0 অরিওর সঙ্গে লঞ্চ হয়েছে, এই স্মার্টফোনের দাম Rs 44,990

Sony Xperia Xz1 গত বছর ভারতে লঞ্চ হওয়া Xperia XZ এর জায়গা নেবে। এই স্মার্টফোনটি বার্লিনে IFA 2017 তে দেখা গেছিল, এর দাম Rs 44,990। এটি Sony’র অথরাইসড রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে।

Xperia XZ1 দেখতে আগের Xperia XZ এর মতনই কিন্তু এই ফোনটি লেটেস্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন চিপস্টেক আর নতুন ক্যামেরা ফিচারের সঙ্গে এসেছে যাকে 3D ক্রিকটার বলে। এই স্মার্টফোনে 19MP’র মোশান আই ক্যামেরা আছে, যা সম্প্রতি শুক্রবারে Xperia XZ Premium এ দেখা গেছিল। এই ফোনে থাকা 19MP’র প্রাইমারি ক্যামেরা f/2.0 অ্যাপার্চার, লেজার অটোফোকাস, প্রেডিক্টার ফেস ডিটেকশান, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর LED ফ্ল্যাশ যুক্ত। এই ক্যামেরাটি 960 ফ্রেম প্রতি সেকেন্ডে সুপার স্লো মোশানে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Sony এই ফোনে 3D ক্রিকটার নামের নতুন ফিচার লঞ্চ করেছে, যাতে ইউজার্সরা সোজা 3D স্ক্যানার বানাতে পারবে আর 3D প্রিন্টার থেকে তা সহজেই প্রিন্ট করা যাবে। এই সফটোয়্যার ফিচারে চারটি স্ক্যানিং মোড ফেস, হেড, ফ্রিফর্ম আর ফুন্ড আছে আর এই স্ক্যানারে ওয়ারলেস কানেকশান এর দরকার হয়না। এর সনেগ এই ফোনের ফ্রন্টে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা f/2.0 অ্যাপার্চার আর 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Xperia XZ1 ফোনে 5.2 ইঞ্চির LCD ডিসপ্লে আছে যা 1920 x 1080 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে আসে আর এর সঙ্গে এতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশান আর HDR10 এর সাপোর্ট দেওয়া হয়েছে। Xperia XZ1 স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 মোবাইল ফিঙ্গারপ্রিন্ট আর IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স অফার করা হয়েছে।

 Xperia XZ1 প্রথম এমন স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড  8.0 ওরিওর সঙ্গে এসেছে। এই হ্যান্ডসেটে 2700mAh এর ব্যাটারি আছে যা কুইক চার্জ 3.0 আর ইম্প্রুভড স্ট্যামিনা মোড অফার করে। Xperia XZ1 নীল, কালো, সিলভার আর গোলাপি রঙে পাওয়া যাচ্ছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo