Sony Xperia XZ1 লঞ্চের আগে তার দাম জানা গেল

Sony Xperia XZ1 লঞ্চের আগে তার দাম জানা গেল
HIGHLIGHTS

এটি 5.1 ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত হবে

আশা করা হচ্ছে যে 31 আগস্ট হতে চলা Sony pre-IFA 2017 এর ইভেন্টে Sony Xperia XZ1, Xperia XZ1 Compact আর Xperia X1 নিয়ে আসা হবে। এই ইভেন্টটি বার্লিনে 1 থেকে 6 সেপ্টেম্বর অব্দি হবে। তবে লঞ্চের আগে Sony Xperia XZ1 আর XZ1 Compact এর দাম অনলাইনে লিক হয়ে গেছে। এখন আমাদের কাছে Xperia XZ1 এর অফিসিয়াল ছবি আছে। এই লিক ইমেজ থেকে জানা গেছে যে Xperia XZ1 2টি রঙে পাওয়া যাবে, ব্ল্যাক আর পিংক। আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (২৫ আগস্ট)
ইমেজ দেখে ডিভাইসের পেছনে আর সামনের দিকের বিষয়ে জানা গেছে। এই ডিভাইসের টপে সেলফি ক্যামেরা আর কোম্পানির লোগো আছে। ফ্রন্টে টপে আর বটমে 2টি বড় বেজাল আছে। ব্যাক সাইডের টপে LED ফ্ল্যাশের সঙ্গে রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ডান দিকে পাওয়ার আর ভলিউম বটন আছে আর সিম ট্রে লেফট সাইডে আছে।

লিক প্রাইস অনুসারে Sony Xperia XZ1 এর দাম 599 GBP হবে মানে প্রায় 49,265টাকা। আর Xperiz XZ1 Compact এর দাম 499 GBP হবে মানে প্রায় 41,041 টাকা। এর আগের লিক অনুসারে Sony Xperia XZ1 মডেল নম্বর G8341 5.1 ইঞ্চির ফুল HD ডিসপ্লের সঙ্গে আসবে। এতে স্ন্যাপড্র্যাগন 835 2.4GHz/1.9GHz অক্টা-কোর প্রসেসার থাকবে।

এতে 4GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে বলা হচ্ছে। বলা হচ্ছ যে এতে LED ফ্ল্যাশের সঙ্গে 19MP’র অটোফোকাস রেয়ার ক্যামেরা আর 13MP’র ফ্রন্ট ক্যামেরা থাকবে। এতে অ্যান্ড্রয়েড 7.1.1 বা অ্যান্ড্রয়েড Oreo অপারেটিং সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে।
Xperia XZ1 Compact মডেল নম্বর G8441 এ র‍্যাম আর প্রসেসার Sony Xperia XZ1 এর মতনই হবে। এই ফোনটি 4.6ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত হবে। এতে 8MP’র রেয়ার আর ফ্রন্ট ক্যামেরা থাকবে। Xperia X1 মিড রেঞ্জে 5 ইঞ্চির ফুল HD ডিসপ্লের স্মার্টফোন হবে। এতে স্ন্যাপড্র্যাগন 660 চিপস্টেক আর 2,800mAh এর ব্যাটারি থাকতে পারে।
সোর্সঃ 

আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (২৫ আগস্ট)

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo