Sony Xperia XZs 4ঠা এপ্রিল ভারতে লঞ্চ হবে

Sony Xperia XZs 4ঠা এপ্রিল ভারতে লঞ্চ হবে
HIGHLIGHTS

Sony র এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসর আছে

Sony 4ঠা এপ্রিল তাদের স্মার্টফোন Sony Xperia XZs ভারতে লঞ্চ করবে. কোম্পানি এই লঞ্চিং এর জন্য ইনভিটেশন পাঠিয়ে দিয়েছে. এই স্মার্টফোনের দাম আর কবে থেকে এটি পাওয়া যাবে সেই বিষয়ে ইভেন্টে জানানো হবে.

Sony Xperia XZs কে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে Xperia XZ Premium, Xperia XA1, আর Xperia XA1 Ultra স্মার্টফোন এর সঙ্গে সামনে আনা হয়েছিল. এই ডিভাইসে 5.2 ইঞ্চি স্ক্রিন আছে.

আরো দেখুন: ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে এল লাইভ লোকেশন শেয়ারিং ফিচার

এই ডিভাইসে কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে. এ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট আউট অফ দি বক্সে কাজ করে. এই ডিভাইসে 4GB র্যাম আছে. এই ডিভাইসটি দুটি স্টোরেজ ভেরিয়ান্টে পাওয়া যাবে. এই স্মার্টফোনে 32 আর 64GB ইন্টারনাল স্টোরেজের বিকল্প আছে.

এই স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজকে এসডি কার্ডের মাধ্যমে 256GB অব্দি বাড়ানো যাবে. এই স্মার্টফোনে 2900mAh ব্যাটারি আছে. এই ডিভাইসে 19 মেগাপিক্সলের রেয়ার ক্যামেরা আছে. এর ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সালের.

আরো দেখুন: Micromax Dual 5 ডুয়াল ক্যামেরার সঙ্গে আজ হল লঞ্চ, Rs 24,999

আরো দেখুন: BSNL গ্রাহকরা আগামী তিন মাস ধরে পাবেন আনলিমিটেড ইন্টারনেট  

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo