20,000 টাকার মধ্যে কিছু ফোন

20,000 টাকার মধ্যে কিছু ফোন
HIGHLIGHTS

এই লিস্টে আমরা পাঁচটি স্মার্টফোন রেখেছি যাদের দাম এই সময়ে 20,000 টাকার কম আর এই দামের মধ্যে এই ফোন গুলি আপনাদের জন্য একটি ভাল অপশান হতে পারে

আপনারা কি 20,000 টাকা দামের মধ্যে একটি ভাল স্মার্টফোন কিনতে চান? যদি তাই চান তবে আজকের এই আর্টিকেলটি আপনাদের পছন্দ হবে। আর আমরা আপনাদের সেই সব স্মার্টফোনের বিষয়ে বলব যেগুলি 20,000 টাক দামের মধ্যে পয়াওয়া যায়। আর এই ফোনের মধ্যে অনেক ফোনেই কোম্পানি ট্রেন্ডিং ফিচার দিয়েছে আর এদের রেসপন্সও ভাল।

আসুন 20,000 টাকা দামের কিছু ফোন দেখে নাওয়া যাক

POCO F1

POCO F1 ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 পাবেন আর এই ফোনে হাই এন্ড চিপসেট আছে আর তা ছাড়া এই ফফনে আপনারা একটি 12MP আর 5MP র ডুয়াল ক্যামেরা পাবেন আর এই ক্যামেরা AI ক্ষমতা যুক্ত। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর ফোনে 4,000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনে কুইক চার্জ 3.0 সাপোর্ট আছে।

POCO F1 ফোনে আপনারা একটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন আর এর দাম 20,000 টয়াকার মধেয় আর এই দামে এটি একটি ভাল ফোন।

Redmi Note 7 Pro

Note 7 Pro ফোনে আপ নারা একটি 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এই ফোনে একটি ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। এই ডিভাইসে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন। আর এই ফোনে Kyro 460 অক্টা কোর প্রসেসার আছে। আর এই ফোনের প্রসেসার অ্যাড্রিনো 612GPU যুক্ত। ফোনটিতে একটি 48MPর ক্যামেরা আছে আর এর দাম 13,999 টাকা।

Xiaomi Mi A2

এই শাওমি ফোনে আপনারা বেস ভেরিয়েন্টটি 11,999 টাকায় কিনতে পারবেন।, আর Xiaomi Mi A2 ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। আর এই ফোনের দাম সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

Xiaomi MI A2 ফোনে ডুয়াল ন্যানো সিম আছে। আর এই ফোনে আপনারা 5.99 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে স্ক্রিন পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 1080×2160 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর এই ফোনে আপনারা 64GB/128GB স্টোরেজ আর 4GB/6GB র‍্যাম পাবেন।

Samsung Galaxy M30

এই স্যামসাং ফোনটির প্রাথমিক দাম 14,990 টাকা। আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম এটি আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা।

আমরা যদি M30 ফোনটির স্পেক্সের দিকটি দেখি তবে এই ফোনে আপনার ডুয়াল সিমের সাপোর্ট পাবেন আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিওতে চলে। আর এই ফোনটি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পাবে। আর আমরা যদি ফোনটির বিষয়ে আরও একটি ডিটেলে বলি তবে বলতে হবে যে এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে আপনারা একটি নচ পাবেন।

Samsung Galaxy A50

Samsung Galaxy A50 ফোনে আপনারা 6.4 ইঞ্চির ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এক্সিয়ন্স 7সিরিজের 9610 10nm প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা 6GB র‍্যাম পাবেন আর এটি অ্যান্ড্রয়েড 9 পাই তে চলে। আর এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এর দাম 19,990 টাকা।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo