এমন কিছু স্মার্টফোন যা এই বছর ভারতে এসেছে বা আসতে চলেছে

HIGHLIGHTS

আর আজকে আমরা এই তালিকায় আপনাদের সেই সব স্মার্টফোনের বিষয়ে বলব যা ভারতে এই বছরে দারুন স্পেক্স আর ফিচার্সের সঙ্গে আসবে বা এসেছে

এমন কিছু স্মার্টফোন যা এই বছর ভারতে এসেছে বা আসতে চলেছে

2019 সালে স্মার্টফোনের বাজারে এমন একটা বছর যখন কোন না কোন কোম্পানি নতুন কোন প্রযুক্তির সঙ্গে স্মার্টফোন লঞ্চ ক্রচ্ছে। আর আপনারা যদি একটি নতুন স্মার্টফোন কিনতে চান তবে আপনাদের কাছে অনেক অপশান থাকছে। আর আজকে আমরা এই তালিকায় আপনাদের সেই সব স্মার্টফোনের বিষয়ে বলব যা ভারতে এই বছরে দারুন স্পেক্স  আর ফিচার্সের সঙ্গে আসবে বা এসেছে। আসুন তবে আর দেরি না করে সেই স্মার্টফোন গুলির বিষয়ে একবার দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এর মধ্যে কিছু ফোন ভারতে বা অন্য বাজারের এর মধ্যে এসে গেছে বা আসতে চলেছে।

Honor View 20

সেপক্স

ডিসপ্লেঃ  6.4 ইঞ্চি 1080×2310 পিক্সাল

প্রসেসারঃ হিলিকন কিরিন 980

র‍্যামঃ 6GB/8GB

স্টোরেজঃ 128GB/256GB

রেয়ার ক্যামেরা 48MP

ফ্রন্ট ক্যামেরাঃ 25MP

ব্যাটারিঃ 4000mAh

OS: অ্যান্ড্রয়েড 8.1

Xiaomi MI Play

সেপক্স

ডিসপ্লেঃ 5.84 ইঞ্চির 1080×2280 পিক্সাল।

প্রসেসারঃ মিডিয়াটেক হেলিও P35

র‍্যামঃ 4GB

স্টোরেজঃ 64GB

রেয়ার ক্যামেরাঃ 12+12MP

ফ্রন্ট ক্যামেরা :8 MP

ব্যাটারিঃ 3000mAh

OS: অ্যান্ড্রয়েড 8.1

Moto Z3

ডিসপ্লে 6.01 ইঞ্চি, 1080×2160 পিক্সাল

প্রসেসারঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845

র‍্যামঃ 4GB

স্টোরেজ 64GB

রেয়ার ক্যামেরাঃ 12MP ডুয়াল

ফ্রন্ট ক্যামেরা ঃ 8MP

ব্যাটারিঃ 3000mAh

OS: অ্যান্ড্রয়েড 8.1

LG V40 ThinQ

ডিসপ্লেঃ 6.4 ইঞ্চি, 1440×3120 পিক্সাল

প্রসেসারঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845

র‍্যামঃ 6GB

স্টোরেজঃ 64GB/128GB

রেয়ার ক্যামেরা 12+12+16MP

ফ্রন্ট ক্যামেরাঃ 8+5MP

ব্যাটারিঃ 3300mAh

OS; অ্যান্ড্রয়েড 8.1

iPhone XI

ডিসপ্লেঃ একটি OLED ডিসপ্লে যুক্ত হতে পারে

প্রসেসারঃ অ্যাপেল A 13 Bionic

র‍্যামঃ NA

স্টোরেজঃ NA

রেয়ার ক্যামেরাঃ ডুয়াল টেলিফটো সেন্সার

ফ্রন্ট ক্যামেরাঃ ট্রুডেপথ সেন্সার

OS: iOS 13

Google Pixel 3 Lite (Sargo)

ডিসপ্লেঃ 5.56 ইঞ্চির, 1080×2160 পিক্সাল

প্রসেসারঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670

র‍্যাম: 4GB

স্টোরেঝঃ 32GB

রেয়ার ক্যামেরাঃ 12.2MP

ফ্রন্ট ক্যামেরাঃ 8MP

ব্যাটারিঃ 2915mAh

OS: অ্যান্ড্রয়েড 9.0

Vivo NEX Dual Display

ডিসপ্লেঃ 6.39 ইঞ্চির +5.49 ইঞ্চির ,1080×2160 পিক্সাল

প্রসেসারঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845

র‍্যামঃ 10GB

স্টোরেজঃ 128GB

রেয়ার ক্যামেরা 12+2MP

ফ্রন্ট ক্যামেরাঃ NA
ব্যাটারিঃ 4000mAh

OS: অ্যান্ড্রয়েড 8.1

LG G8

ডিসপ্লেঃ 6.1 ইঞ্চির, 1440×2960 পিক্সাল

প্রসেসারঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855

র‍্যামঃ 6GB

স্টোরেজঃ 128GB

রেয়ার ক্যামেরাঃ ডূয়াল ক্যামেরা

ফ্রন্ট ক্যামেরাঃ NA
OS: অ্যান্ড্রয়েড 9.0

Lenovo Z5 Pro GT

ডিসপ্লে 6.39 ইঞ্চির, 1080×2340 পিক্সাল

প্রসেসারঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855

র‍্যামঃ 8GB/12GB

স্টোরেজঃ 128GB/256GB/512GB

রেয়ার ক্যামেরাঃ 16+24MP

ফ্রন্ট ক্যামেরাঃ 16+8MP

ব্যাটারিঃ 3350mAh

OS: অ্যান্ড্রয়েড 9.0

Xiaomi MI 9

ডিসপ্লেঃ 6.4 ইঞ্চি, 1080×2280 পিক্সাল

প্রসেসারঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855

র‍্যামঃ 6GB/8GB

স্টোরেজঃ 128GB?256GB

রেয়ার ক্যামেরাঃ 48MP+5MP+ToF 3D

ফ্রন্ট ক্যামেরাঃ 24MP

ব্যাটারিঃ 3500mAh

OS: অ্যান্ড্রয়েড 9.0

Nokia 9 PureView

ডিসপ্লেঃ 5.99 ইঞ্চি

প্রসেসারঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845

র‍্যামঃ 6GB

স্টোরেজঃ 128GB

রেয়ার ক্যামেরাঃ পেন্টা ক্যামেরা সেটআপ

ফ্রন্ট ক্যামেরা : 20 mAh

ব্যাটারি : 3320mAh

OS: অ্যান্ড্রয়েড 9 পাই

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo