8 হাজারের কমে কিনুন 5000mAh ব্যাটারি সহ এই সব দুর্দান্ত স্মাটফোন, দেখে নিন লিস্ট

8 হাজারের কমে কিনুন 5000mAh ব্যাটারি সহ এই সব দুর্দান্ত স্মাটফোন, দেখে নিন লিস্ট
HIGHLIGHTS

5000mAh ব্যাটারি সহ কিছু সস্তা দামের স্মার্টফোন

8 হাজার টাকার কমের এই স্মার্টফোেনে রয়েছে 5000mAh ব্যাটারি

8 হাজার টাকারও কম বাজেটে Infinix Smart HD 2021, Tecno Spark Go 2020, Realme C20, Redmi 9A, POCO C3, Realme C11 এবং Gionee Max স্মার্টফোন রয়েছে

আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে আমরা আপনাদের সস্তা দামে ভারতীয় বাজারে পাওয়া কিছু স্মার্টফোন সম্পর্কে বলবো। আজকের সময়ে ব্যাটারি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা আপনাকে 5000mAh ব্যাটারি সহ কিছু সস্তা দামের স্মার্টফোন, যার দাম 8 হাজার টাকার কম, সেই সম্পর্কে বলবো। ভারতীয় বাজারে 8 হাজার টাকারও কম বাজেটে Infinix Smart HD 2021, Tecno Spark Go 2020, Realme C20, Redmi 9A, POCO C3, Realme C11 এবং Gionee Max স্মার্টফোন রয়েছে।

Realme C11
দাম: 6,999 টাকা

Realme C11 ফোনে ডুয়াল সিম সপোর্ট রয়েছে। এটি ছাড়াও এতে অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক Realme UI পাওয়া যাবে। ফোনে রয়েছে ফোনটিতে 6.5-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 720×1600 পিক্সেল। রিয়েলমি C11 স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর যা একটি অক্টা-কোর প্রসেসর। রিয়েলমি সি11 এ ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে যা 13 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f/2.2 এর লেন্স সহ। দ্বিতীয়টি 2 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/2.4 রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। Realme C11 ব্যাটারি এবং স্টোরেজ ফোনটি 2 জিবি র‌্যাম সহ 32GB স্টোরেজ পাবে, যা মেমরি কার্ডের সাহায্যে 256GB বাড়ানো যেতে পারে। মেমরি কার্ডের জন্য একটি পৃথক স্লট পাওয়া যাবে। Realme C11 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Gionee Max
দাম: 5,999 টাকা

Gionee Max ফোনে 6.1 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে দেওয়া ওয়াটারড্রপ নচ এবং এর পিক্সেল রেজোলিউশন 1560×720। পাশাপাশি এই ফোনে 1.6GHz Spreadtrum 9863A অক্টা কোর প্রসেসর রয়েছে। জিওনি ম্যাক্স Android 10 অপারেটিং সিস্টেম কাজ করে। ফটোগ্রাফির জন্য় Gionee Max এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ডুয়াল ক্যামেরার মধ্য়ে প্রাইমারি সেন্সর 13MP-র। এছাড়া ফোনে রয়েছে একটি ডিজিটাল ক্যামেরা। পাশাপাশি ভিডিও কল এবং সেলফির জন্য় পাবেন 5MP ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে।

Infinix Smart HD 2021
দাম: 6,499 টাকা

Infinix Smart HD 2021 ফোনে 6.1-ইঞ্চি HD+ ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। ফোনের অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং স্ক্রিন-টু-বডি রেশিও 85% দেওয়া। 2GB র‌্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনে মিডিয়াটেক হেলিও A20 কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য, Infinix Smart HD 2021 ফোনের পিছনে LED ফ্ল্যাশের সাথে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাটি AI ডিটেকশন মোড সহ আসে। সেলফি তোলার জন্য এই ফোনের ফ্রন্টে ডুয়াল LED ফ্ল্যাশ এর সাথে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস-আনলকের মতো দুর্দান্ত ফিচার সহ এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে।

Tecno Spark Go 2020
দাম: 7,999 টাকা

Tecno Spark 6 Go স্মার্টফোনে ডিসপ্লের জন্য ফোনের সামনে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকছে, যার স্ক্রিন রেজোলিউশন 1600 X 720 পিক্সেলস। এই ডিসপ্লে-র অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং এটি 480nits ব্রাইটনেস দিতে সক্ষম। পাওয়ারের দিক থেকে এই Tecno Spark 6 Go মডেলে MediaTek Helio A25 প্রসেসর রয়েছে, যার ক্লক স্পিড 1.8GHz। 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Tecno Spark 6 Go হ্যান্ডসেটে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 13MP-র। Tecno Spark 6 Go-র দুর্ধর্ষ 5000mAh ব্যাটারি 40 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং একবার চার্জেই 54 ঘণ্টা অবধি টকটাইম দিতে সক্ষম।

Redmi 9A
দাম: 6,999 টাকা

Redmi 9A ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনে থাকছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ২০:৯ দেওয়া। ফোনের ডিসপ্লে রেজোলিউশন 720 × 1800 পিক্সেল। রেডমি 9A ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিও G25 প্রসেসরে কাজ করবে। সঙ্গে ফোনের রয়েছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ আর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ক্যামেরার কথা বললে রেডমি ৯এ ফোনে ফটোগ্রাফির জন্য় দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা যা এফ/২.২ অ্যাপারচার-সহ আসে। পাশাপাশি সেলফি তোলার জন্য় ফ্রন্ট ক্যামেরা তে দেওয়া হয়েছে এফ/২.২ লেন্স সহ ৫ মেগাপিক্সেল লেন্স। ফোনে পাওয়ারের জন্য় রয়েছে 5000mAh ব্যাটারি, যা 10W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

Realme C20
দাম: 7,694 টাকা

Realme C20 স্মার্টফোনে 6.5-ইঞ্চি HD+ (720 x1,600 পিক্সেল) আইপিএস ডিসপ্লে রয়েছে, যার আসপেক্ট রেশিও 20:9 দেওয়া। ফোন অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক Realme UI-তে কাজ করে। স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর এবং 2GB RAM রয়েছে। ফোনে 32GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে। ফোনে রিয়ারে ফোনের অ্যাপারচার f / 2.0 এবং LED ফ্ল্যাশ সহ একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সামনের দিকে 5 মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে। ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা রির্ভাস চার্জিং সপোর্ট করে।

POCO C3
দাম: 7,499 টাকা

এন্ট্রি লেভেলের ফোন Poco C3-তে 6.43 ইঞ্চির ফুল HD ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরে সহ এই ফোনে সংস্থাটি ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 5000 এমএএইচ ব্যাটারি দিয়েছে। এই ফোনে 3 জিবি+32 জিবি স্টোরেজ এবং 4 জিবি+64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo