চারটি স্যামসাং ফোনে নতুন আপডেট এল, তালিকায় আছে এই সব ফোন

চারটি স্যামসাং ফোনে নতুন আপডেট এল, তালিকায় আছে এই সব ফোন
HIGHLIGHTS

Samsung Galaxy A80, Galaxy A5 (2017), Galaxy S8 আর গ্যালাক্সি S8+ আপডেট পেয়েছে

2019 য়ের সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পেয়েছে

সম্প্রতি স্যামসাং তাদের গ্যালাক্সি S9+ ফোনের জন্য নতুন সফটোয়্যার আপডেট নিয়ে এসেছে যা সেপ্টেম্বর সিকিউরিটি প্যাচের সঙ্গে এসেছে। স্যামসাং গ্যালাক্সি A80, Galaxy A5 (2017), Galaxy S8 আর Galaxy S8+ ফোনের জন্য সেপ্টেম্বর 2019 য়ের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আছে।

গ্যালাক্সি A80 গ্রাহকরা এই আপডেট  Chile, Brazil, Ecuador, Peru, Guatemala, Paraguay, Panama, Mexico আর ভারতে এসেছে। এটি  A805FXXS2ASI2 সফটোয়্যার ভার্সানে এসেছে। আর গ্যালাক্সি A5(2017) ফোনটির আপডেট নাম্বার A520FXXUBCSI1 আর এটি Croatia, Russia, Ukraine  আর কাজাকিস্থানে এসেছে।

আর এর সঙ্গে গ্যালাক্সি S8 আর গ্যালাক্সি S8+ ফোনের জন্য আপডেট Netherlands, Germany, Spain, Italy আর বলিভিয়াতে এসেছে। আর এই আপডেট তাড়াতাড়ি ভারতে আসবে। আর Samsung Galaxy A80, Galaxy A5 (2017), Galaxy S8 আর Galaxy S8+ গ্রাহকদের জন্য এই আপডেট নোটিফিকেশান আসেনি। আর এর সঙ্গে ম্যানুইয়ালি আপডেট চেক করার জন্য সেটিংসে গিয়ে সফটোয়্যার আপডেট চেক করতে হবে।

এজ টু এজ ডিসপ্লে 6.7 ইঞ্চির রেজিলিউশান 1080×2400 পিক্সালে আসবে। আর এর সঙ্গে গ্যালাক্সি a80 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট আছে। আর এটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের ফনব। আর এই ফোনে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। আর Galaxy A80 ফোনে আপনারা আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর এর সঙ্গে Galaxy S10য়েও তা দেখা গছে। আর এই ফোনে 3700mAh য়ের ব্যাটারি আছে যা 25W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo