ভারতে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর পাঞ্চ হোল ক্যামেরার সঙ্গে 19,990 টাকায় লঞ্চ হল SAMSUNG GALAXY M40

ভারতে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর পাঞ্চ হোল ক্যামেরার সঙ্গে 19,990 টাকায় লঞ্চ হল SAMSUNG GALAXY M40
HIGHLIGHTS

ভারতে SAMSUNG GALAXY M40 ফোনটি লঞ্চ হল

এই ফোনটির দাম 19,990 টাকা

ফোনটি 18 জুন প্রথম কেনা যাবে

অবশেষে ভারতে গত কাল স্যামসাং তাদের নতুন M সিরিজের ফোন Samsung Galaxy M40 লঞ্চ করেছে। এই ফোনটি 18 জুন প্রথম সেলে আসবে আর এই ফোনের দাম 19,990 টাকা রাখা হয়েছে।

স্যামসাংয়ের এই নতুন ফোনে আপনারা FHD+ ইনফিনিটি O ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ আর অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার আছে। আর এই ফোনে কোম্পানি স্ক্রিন সাউন্ড প্রযুক্তি দিয়েছে। মনে করা হচ্ছে যে এই ফোনটি নোকিয়া, সাওমি আর রিয়েলমির ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে।

Samsung Galaxy M40 ফোনের দাম ও লঞ্চ অফার

এই স্যামসাং Galaxy M40 ফোনটি 19,990 টাকায় লঞ্চ করা হয়েছে এই ফোনতি একটি মাত্র ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। এই ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনটি 18 জুন অ্যামাজন ইন্ডিয়া আর স্যামসাংয়ের অনলাইন স্টোর থেকে কেনা যাবে। আর এই ফোনটি আপনারা মিডনাইট ব্লু আর সিওয়াটার ব্লু কালারে কিনতে পারবেন।

Samsung Galaxy M40 ফোনটি কেনার সময়ে আপনারা যদি রিলায়েন্স জিওর সঙ্গে কেনেন তবে কোম্পানির তরফে ডাবাল ডাটা অফার পাবেন। আর এই অফারে আপনাদের 198 টাকার আর 299 টাকার প্রিপেড প্ল্যানে পাবেন। আর এই ফোনের 198 টাকার প্রিপেড প্ল্যানে আপনারা প্রায় 10টি রিচার্জে 3,110 টাকার সেভ করতে পারবেন। আর আপনারা যদি ভোডাফোন বা আইডিয়ার গ্রাহক হন তবে এই ফোনটি আপনারা ক্যাশব্যাক পাবেন। এই ফোনে 255 টাকার রিচার্জ প্ল্যানে 3,750 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এছাড়া আপনাদের এও বলে রাখগি যে অন্য কোন অফারও মানে এয়ারটেলের তরফেও অফার আছে যা আপনারা অ্যামাজন ইন্ডিয়া আর স্যামসাংয়ের অনলাইন স্টোরে গিয়ে জানতে পারবেন।

Samsung Galaxy M40 ফোনটির ফিচার্স

Samsung Galaxy M40 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এই ফোনে 6.3 ইঞ্চির FHD+ ইনিফিনিটি O ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান আছে আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 6GB র‍্যাম পাবেন।

স্যামসাংয়ের এই নতুন ফোনে আপনারা একটি ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 32P প্রাইমারি সেন্সারের সঙ্গে 5MP আর 8MP র ক্যামেরা অফার করছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে। আর এই ফ্রন্ট ক্যামেরাটি একটি পাঞ্চ হোল ক্যামেরার ফোন।

Samsung Galaxy M40 ফোনে আপনারা 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায় আর এই ফোনে একটি 3500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo