Samsung Galaxy M10 আর Xiaomi Redmi 6 Pro ফোনের তুলনা

Samsung Galaxy M10 আর Xiaomi Redmi 6 Pro ফোনের তুলনা
HIGHLIGHTS

আজকে আমরা স্যামসাংয়ের বাজেট স্মার্টফোন Galaxy M10 য়ের সঙ্গে Xiaomi Redmi 6 Pro ফোনের সঙ্গে তুলনা করে দেখব

স্যামসাং সম্প্রতি ভারতে দুটি নতুন ডিভাইস লঞ্চ করেছে আর তা হল তাদের M সিরিজের দুটি নতুন ডিভাইস M10 আর M20। আর আজকে আমরা এই দুই ফোনের মধ্যে Samsung Galaxy M10 ফোনের সঙ্গে Xiaomi Redmi 6 Pro ফোনটির তুলনা করে দেখব। Samsung Galaxy M10 ফোনটি ভারতে 7,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আর ওয়াটার ড্রপ নচ আছে আর এই ফোনে 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আসুন তবে এই দুটি ফোনের তুলনা করে দেখি।

Samsung Galaxy M10 ফোনটি 6.22 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 720x1520p। আর Xiaomi Redmi Note6 Pro ফোনটিতে আপনার একটু ছোট 5.84 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 1080x2280p।

আর আমরা যদি প্রসেসারের বিষয়ে বলি তবে Samsung Galaxy M10 ফোনে আপনারা Exynos 7870 অক্টা কোর প্রসেসার পাবেন আর এই ফোনে 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ আছে। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর Xiaomi Redmi Note 6 Pro ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছগে আর এর র‍্যাম 4GB আর স্টোরেজ 64GB।

আর আমরা যদি ক্যামেরার দিকটি দেখি তবে দুটি ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Samsung Galaxy M10 ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+5MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা পাবেন। আর Xiaomi Redmi 6 Pro ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+5MP র রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা পাবেন।

Samsung Galaxy M10 ফোনটি ভারতে 7,990 টাকায় লঞ্চ হয়েছে আর সেখানে Xiaomi Redmi 6 Pro ফোনটি 10,990 টাকায় লঞ্চ করা হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo