Samsung Galaxy Wide 2 লঞ্চ হল

HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অক্টা-কোর 1.6GHz প্রসেসার আর 2GB র‍্যাম যুক্ত

Samsung Galaxy Wide 2 লঞ্চ হল

Samsung Galaxy Wide 2 কে কোম্পানি লঞ্চ করে দিয়েছে। আপাতত এটিকে সাউথ কোরিয়াতে আনা হয়েছে। এই স্মার্টফোনের দাম KRW 297,000 (প্রায় Rs. 17,000) রাখা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Wide 2 এ 5.5-ইঞ্চির HD LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 2.5D কার্ভড গ্লাস যুক্ত। এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল। এই স্মার্টফোনটি অক্টা-কোর 1.6GHz প্রসেসার আর 2GB র‍্যাম যুক্ত। এতে 16GBর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB  অব্দি বাড়ানো যেতে পারে।

আরো দেখুনঃ Oneplus 5, চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে

এই স্মার্টফনের ক্যামেরা সেটআপ এবার দেখে নেওয়া যাক, এতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা f/1.9  অ্যাপার্চারের সঙ্গে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও আছে। এটি 3300mAh ব্যাটারিতে কাজ করে। এতে অ্যান্ড্রয়েড 7.0  নৌগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এর ওজন 170 গ্রাম আর এর থিকনেস 8.6mm ।

স্যামসং এর সাউথ কোরিয়ার ওয়েবসাইটে এই স্মার্টফোনটিকে লিস্ট করা হয়েছে। যদিও এখনও অব্দি এর দামের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।

আরো দেখুনঃ LG X Venture IP68 সার্টিফিকেশনের সঙ্গে লঞ্চ হল

আরো দেখুনঃ Samsung নিয়ে আসবে বিশ্বের প্রথম OLED ডিসপ্লে

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo