Samsung Galaxy S25 Edge Price: লঞ্চের আগে প্রকাশ্যে এল স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনের দাম, থাকতে পারে 200MP ক্যামেরা

HIGHLIGHTS

আপকামিং Samsung Galaxy S25 Edge ফোনটি আগামী 13 মে লঞ্চ হতে পারে

লিস্টিং অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনের 256GB স্টোরেজ মডেলের দাম 1362 ইউরো (প্রায় 1,28,340 টাকা) হবে

প্রসেসর হিসেবে গ্যালাক্সি এস25 এজ ফোনে Snapdragon 8 Elite চিপসেট দেওয়া যেতে পারে

Samsung Galaxy S25 Edge Price: লঞ্চের আগে প্রকাশ্যে এল স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনের দাম, থাকতে পারে 200MP ক্যামেরা

স্যামসাং এর নতুন ফোন Samsung Galaxy S25 Edge গত কয়েকদিন ধরে অনেক চর্চায় রয়েছে। আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনটি আগামী 13 মে লঞ্চ হতে পারে। তবে লঞ্চের আগেই আপকামিং স্যামসাং ফোনের দাম লিক হয়েছে। গিজমোচাইনা এর রিপোর্ট অনুযায়ী লঞ্চের আগেই স্যামসাং ফোনটি ইটালি এর অলনাইন স্টোর Zanetti তে দেখা গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কত দামে আসবে Samsung Galaxy S25 Edge ফোন

লিস্টিং অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এস25 এজ ফোনের 256GB স্টোরেজ মডেলের দাম 1362 ইউরো (প্রায় 1,28,340 টাকা) হবে। অনলাইন স্টোর অনুযায়ী গ্যালাক্সি এস25 এজ ফোনের 512 জিবি স্টোরেজ মডেলের দাম 1488 ইউরো (প্রায় 1,40,200 টাকা) হবে। আগে আশা রিপোর্টে এই ফোনের দাম থেকে এটি অনেকটা বেসি। ইউরোপিয়ান বাজারে Galaxy S25+ ফোনের 256 জিবি স্টোরেজ মডেলটি 1247 ইউরো (প্রায় 1,17,500 টাকা) দামে বিক্রি হচ্ছে। এই হিসেবে লিস্টিং অনুযায়ী, এস25 এজ কোম্পানির এস25 প্লাস থেকে 100 ইউরো থেকে বেশি দামি।

আরও পড়ুন: 7300mAh ব্যাটারি সহ Vivo T4 5G ফোনে থাকবে Snapdragon 7s Gen 3 চিপসেট এবং 5000 নিটস আল্ট্র ব্রাইট ডিসপ্লে, স্পেক্স লিক

Samsung Galaxy S25 Edge

কোন ফিচারের সাথে আসবে স্যামসাং গ্যালাক্সি এস25 এজ

লিক রিপোর্ট অনুযায়ী, গ্যালাক্সি এস25 এজ সবচেয়ে পাতলা ফোন হতে পারে। এই ফোন টাইটেনিয়াম ফ্রেম এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট মেটেরিয়াল সহ আসতে পারে। লিক ফোনে টাইটেনিয়াম আইসি ব্লু, টাইটেনিয়াম জেট ব্ল্যাক এবং টাইটেনিয়াম সিলভার কালার অপশন দেখা যাবে। প্রসেসর হিসেবে ফোনে Snapdragon 8 Elite চিপসেট দেওয়া যেতে পারে।

সাথে ফোনটি 12 জিবি পর্যন্ত RAM অফার করা যেতে পারে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে কোম্পানি 200MP মেইন ক্যামেরা থাকবে। এছাড়া এতে 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স ও থাকতে পারে। ফোনে সেলফি তোলার জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারির ক্ষেত্রে এই ডিভাইসটি 4000mAh এর ব্যাটারি সহ আসতে পারে।

আরও পড়ুন: সোজা 8000 টাকা সস্তা হল 12GB RAM এবং 32MP সেলফি ক্যামেরা সহ Realme প্রিমিয়াম স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo