Samsung Galaxy Note 8 এ ইনফিনিটি ডিসপ্লে থাকবে

Samsung Galaxy Note 8 এ ইনফিনিটি ডিসপ্লে থাকবে
HIGHLIGHTS

বলা হচ্ছে যে এই ডিভাইসটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকবে

Samsung Galaxy Note 8 এ ইনফিনিটি ডিসপ্লে থাকবে। মার্চে লঞ্চ হওয়া Galaxy S8 আর S8 plus এ ইনফিনিটি ডিসপ্লে ছিল। এছাড়া এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম থাকবে।

বলা হচ্ছে যে এই ডিভাইসের ডিসপ্লে 6.3  ইঞ্চির হবে। রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। তবে এই ডিভাইসের ডিসপ্লের রেজিলিউশনের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।

এই ডিভাইসে 18:5:9  অ্যাস্পেক্ট রেসিয়ো থাকবে। এই ডিভাইসটি স্যামসং এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসের মতনই সাইড বেজেল আর মিনিমাম টপ ও বটম বেজাল যুক্ত হবে। এই ডিভাইসটিতে 835 প্রসেসার থাকবে।

এই ডিভাইসটিতে 6GB র‍্যাম আর 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ক্যামেরা দুটিতে 12 আর 13 মেগাপিক্সালের সেন্সার কম্বিনেশন থাকবে। এই ডিভাইসের ব্যাটারি 3600mAh এর হবে। যা ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.1.2  অপারেটিং সিস্টেম থাকবে।

Digit.in
Logo
Digit.in
Logo