Samsung Galaxy Note 8, 6.3 ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে
রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে
বহুল পরিচিত ফোন তৈরির কোম্পানি Samsung তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy Note 8 এর বিষয়ে অনেক লিক এর আগেই সামনে এসেছে. এবার এই স্মার্টফোনটির বিষয়ে একটি নতুন খবর সামনে এসেছে.
Surveyএই খবর অনুসারে এই স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে. রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে. তবে এই ডিভাইসের ডিসপ্লে রেজিলিউশনের ব্যাপারে কোন খবর পাওয়া যায়নি.
আরো দেখুন: Panasonic Eluga Ray, P85 ভারতে লঞ্চ হল এই ডিভাইসের ব্যাটারি 4000mAh
এই ডিভাইসে 18:5:9 অ্যাসপেক্টের রেসিও থাকবে. এই ডিভাইসে স্যামসং এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসের মতনই সাইড বেজেলস আর মিনিমাম টপ আর বটম বেজেলস ডিজাইন থাকবে. এই ডিভাইসে 835 প্রসেসার থাকবে.
এই ডিভাইসে 6GB র্যাম আর 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে. এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে. এই ক্যামেরা দুটি 12 আর 13 MP সেন্সার কম্বিনেশনের হবে. এই ডিভাইসে 3600mAh এর বায়্তারি থাকবে. যা ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে. এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.1.2 নৌগাট অপারেটিং সিস্টেম থাকবে.