SMSUNG GALAXY NOTE 10 LITE ভারতে 21 জানুয়ারি লঞ্চ হবে

SMSUNG GALAXY NOTE 10 LITE ভারতে 21 জানুয়ারি লঞ্চ হবে
HIGHLIGHTS

21 জানুয়ারি ফোনটি লঞ্চ হবে

ফোনে ট্রিপেল ক্যামেরা দেওয়া হবে

ফোনের দাম 36,000 টাকা হতে পারে

সম্প্রতি স্যামসাং তাদের Galaxy S10 Lite আর Galaxy Note10 Lite ফোন দুটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে। আর স্যামসাং বলেছে Galaxy Note10 Lite ফোনটি 21 জানুয়ারি লঞ্চ করা হবে। আর কোম্পানি সেই সব গ্রাহকদের মেল পাঠানো শুরু করেছে যারা কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে নোটিফাইএর জন্য রেজিস্ট্রেশান করেছিল।

Galaxy Note10 Lite ফোনে 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে থকাবে যা 2400×1080  পিক্সাল আর সুপার AMOLED ইনফিনিটি ডিসপ্লের হবে। আর এই স্মার্টফোনে স্যামসাং এক্সিয়ন্স 9 সিরিজের 9810 চিপসেটের সঙ্গে আসবে যা Mali G72MP18 GPU য়ের সঙ্গে পেয়ার করা হবে। আর এই ডিভাইসে 6GB আর 8GB LPDDR4X র‍্যাম আর 128GB র ইন্টারনাল স্টোরেজ থাকবে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। আর এই ফোনে OneUI 2.0 তে কাজ করবে যা অ্যান্ড্রয়েড 9 পাই বেসড হবে। আর এই ডিভাইসে ব্লুটুথ S পেন দেওয়া হবে যা এয়ার কমান্ডের সঙ্গে আসবে।

ক্যামেরার ক্ষেত্রে  Samsung Galaxy Note10 Lite ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা থাকবে যা 12MP র ডুয়াল পিক্সাল ক্যামেরার সঙ্গে f/1.7 অ্যাপার্চারের সঙ্গে OIS+12MP র টেলিফটো ক্যামেরা দেবে। আর এই ফোনে 12MP র আল্ট্রা ওয়াইড সেন্সার থাকবে। এই ডিভাইসের ফ্রন্টে 32 MP র সেলফি ক্যামেরা থাকবে।

 Samsung Galaxy Note10 Lite ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে। আর এই ফোনে 4500mAh ব্যাটারি থাকবে। আর যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আর এই ফোনের ওজন 199 গ্রামের আর এই ডিভাইসটি ওরা গ্লো, ওরা ব্ল্যাক আর ওরা রেড কালারে লঞ্চ করা হবে। আর এই ফোনটি ভারতে 36,000 টাকার দামে লঞ্চ করা হতে পারে।  

Digit.in
Logo
Digit.in
Logo