ভারতে S পেনের সঙ্গে এসে গেল স্যামসাংয়ের NOTE 10 সিরিজের দুই ফোন

ভারতে S পেনের সঙ্গে এসে গেল স্যামসাংয়ের NOTE 10 সিরিজের দুই ফোন
HIGHLIGHTS

দুটি ফোনেই ইনফিনিটি O+ ডিসপ্লে আছে

এই দুটি ফোনেই আছে S Pen

অবেসেশে ভারতে হাজির হল স্যামসাংয়ের বহুপ্রতীক্ষিত দুই ফোন Samsung Galaxy Note 10 আর Samsung Galaxy Note 10 প্লাস। আজকের এই লঞ্চ ইভেন্ট বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে।

আর এর সঙ্গে এই ফোনে আপনারা আল্ট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর এই Samsung Galaxy Note 10 ফোনটি ভারতে 69,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। আর এই সিরিজটি প্রথমে নিউ ইয়র্কে লঞ্চ করা হয়েছে।

লঞ্চ হওয়া এই দুটি ফোন ভারতের 4টি ভাষার সাপোর্টের সঙ্গে S পেনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই চারটি ভাষায় হিন্দি, উর্দু, মারাঠি আর একটি মিশ্র ভাষা হিংলিশ আচঝে। আর এই Samsung Galaxy Note 10 আর এর প্লাস ভেরিয়েন্টটি আপনারা অরোরা ব্ল্যাক, অরোরা গ্লো, আর অরোরা হোয়াইট কালারে এসেছে। আর Samsung Galaxy Note 10ফোনটিও অবশ্য অরোরা রেড রঙেও এসেছে।

Samsung Galaxy Note 10, Samsung Galaxy Note 10 প্লাস ফোনের ভারতের দাম

এই ফোন গুলির ভারতীয় দাম অবশেষে জানা গেছে। Samsung Galaxy Note 10ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 69,999 টাকা। আর সেখানে Samsung Galaxy Note 10প্লাস ফোনটির প্রাথমি দাম 79,999 টাকা রাখা হয়েছে আর এটি 12GB র‍্যাম আর 256GB স্টোরেজে পাওয়া যাবে। আর এই ফোনের 12GB র‍্যাম আর 512GB স্টোরেজের দাম 89,999 টাকা রাখা হয়েছে।

Samsung Galaxy Note 10 আর Samsung Galaxy Note 10প্লাস ফোনের লঞ্চ অফার

23 আগস্ট Samsung Galaxy Note 10 আর Samsung Galaxy Note 10 প্লাস ফোন কেনা যাবে। এই ফোন এখন প্রি বুক করা যাবে আর এই ফোনটি আপনারা স্যামসাংয়ের আউটলেট আর স্যামসাং অনলাইন স্টোরে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে 6000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

আর এর মধ্যে এই ক্যাশব্যাক অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল আর টাটা ক্লিকয়ে ICICI ব্যাঙ্কের মাধ্যমে ক্রেডিট বা ডেবিট করা যাবে। আর এই ফনে আপনারা নো কস্ট EMI অফারও পাবেন।

প্রি বুকিংয়ের পরে অফার পাওয়া যাবে। এই ফোনে গ্রাহকরা প্রথমে মাত্র 9,999 টাকার গ্যালাক্সি ওইয়াচ অ্যাক্টিভ পাবেন। আর এই ফোনের সঙ্গে গ্যালাক্সি বাডের জার দাম 4,999 টাকা তাও পাওয়া যাবে।

Samsung Galaxy Note 10 ফোনের স্পেসিফিকেশান

এইফ অনে আপনারা S পেন পাবেন। আর এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আর এই ফোনে ইনফিনিটি O ডিসপ্লে দেওয়া হজ্যেছে। আর এই ফোনে ডায়নামিক AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনটিতে আপনারা অক্টা কোর 98725SoC , 8GB র‍্যাম পাবেন।

Samsung Galaxy Note 10 ফোনের ট্রিপেল রেয়তার ক্যামেরাতে 12+16+12MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনটিতে আপনারা 3,5000mAh য়ের ব্যাটারি পাবেন যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy Note 10 প্লাসের স্পেসিফিকেশান

Samsung Galaxy Note 10 প্লাস ফোনে আপনারা একই রকমের স্পেক্স পাবেন তবে এই ফোনের পিক্সাল রেজিলিউশানে পার্থক্য আছে আর ফোনে আহে 6.8 ইঞ্চির ইনফিনিটি O ডিসপ্লে। আর এই ফোনে আপনারা একটি বড় ব্যাটারি পাবেন।

এই ফোনে একটি 4,3000mAh য়ের ব্যাটারি আছে ফোনের ফ্রন্টে আছে একটি 10MP র ক্যামেরা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo