SAMSUNG GALAXY NOTE 10, NOTE 10+ লঞ্চ হয়েছে এর বিষয়ে সব কিছু জানুন

SAMSUNG GALAXY NOTE 10, NOTE 10+ লঞ্চ হয়েছে এর বিষয়ে সব কিছু জানুন
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি নোট 10, Note 10+ ফোনে ডায়ানামিক AMOLED ইনফিনিটি O ডিসপ্লে আছে

ফোন দুটি এক্সিয়ন্স 9825 আর স্ন্যাপড্র্যাগন 855 SoC র সঙ্গে এসেছে

এই ফোন গুলি 23 আগস্ট থেকে পাওয়া যাবে

অবশেষে স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে স্যামসাংয়ের দুটি ফোন Galaxy Note 10 আর Note 10+ নিউইয়র্কের বার্সেলোনার ইভেন্টে এসে গেছে। আর এই দুটি কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজের ফোন।

আমরা যখন এই ফোনের পূর্বসূরির ফোনের সঙ্গে Note 10 ফোনটির তুলনা করব তখন দেখা যাবে যে এই ফোনের ডিজাইনের পরিবর্তন বেশ লক্ষণীয়। ফোনের পাঞ্চ হোল ডিসপ্লে, পাতলা বেজেল আর অনেক বেশি অ্যাক্টিভ S পেন। স্যামসাং তাদের নোট সিরিজের ফোনটি আগের ফোনের থেকে অনেক বেশি শক্তিশালী করেছে।

Samsung Galaxy Note10

 

Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+ ফোন দুটির স্পেসিফিকেশান

ডিসপ্লে আর ডিজাইন

দুটি ফোন মানে Galaxy Note 10 আর Galaxy Note 10+ ফোন দুটি ইনফিনিটি O ডিসপ্লে যুক্ত আর এই ফোনে আছে পাঞ্চ হোল ক্যামেরা তবে এই ক্যামেরা ফোনের একদম মাঝামাঝি করে আছে। ব্যাক সাইডে বাঁদিকের কর্নারে ব্যাক ক্যামেরা দেওয়া হেয়ছে।

Samsung Galaxy Note10

 

এই প্রথম গ্যালাক্সির Note 10 সিরিজের ফোন দুটি সাইজে লঞ্চ করা হেয়ছে এর Galaxy Note10 ফোনে 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে যা 2280x1080p আর 401 ppi যুক্ত। আর সেখানে Galaxy Note10+ ফোনে আছে একটি 6.8 ইঞ্চির কোয়াড HD+ ডিসপ্লে আর এটি 3040×1440 পিক্সাল আর 498 ppi য়ের ফোন। গ্যালাক্সি নোট 10 সিরিজের ডিসপ্লে দারুন এটি টিভি শো, গেম আর সিনেমা দেখার জন্য দারুন। কোম্পানি একে ডায়ানামিক AMOLED ডিসপ্লে বলেছে আর এটি HDR 10+ সার্টিফায়েড।

পাফর্মেন্স

Galaxy Note 10 আর Galaxy Note 10+ ফোনে দুটি আলাদা চিপসেট অপশান আছে।  64বিট অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট যুক্ত আর একটি হল 64 বিট অক্টা কোর এক্সিয়ন্স 9825 প্রসেসার, আর একটি হল 64বিট অক্টা কোর এক্সিয়ন্স 9825 প্রসেসার যা অন্য জায়গায় যাবে। দুটি SoC ই 7nm ফ্যাব্রিকেশান প্রসেসার। আর এই প্রথম স্যামসাং দুটি আলাদা প্রসেসারের সঙ্গে গ্যালাক্সি S সিরিজ আর নোট সিরিজ একই বছরে লঞ্চ করেছে।

স্যামসাং দাবি করেছে যে তাদের গ্যালাক্সি নোট 10 ফোনটি বিশ্বের প্রথম স্লিমেস্ট ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে। এই ফোনের AI বেসড গেম বুস্টার ফোনের পার্ফর্মেন্স দেখবে বলে জানানো হয়েছে। নোট 10 ফোনটি 8GB র‍্যাম আর 256GB ইন্টারনাল স্টোরেজ(LTE মডেলে) আর 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ (5G মডেল)। আর এর প্লাস ভেরিয়েন্টে 12GB র‍্যাম আর দুটি স্টোরেজ 256GB/512GB যুক্ত যা 1TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

যেমন বলা হয়েছে যে এই ফোনে LTE আর 5G রেডি অপশান আছে। LTE ভেরিয়েন্টটি ডুয়াল সিম সাপোর্ট করবে আর এর 5G ভেরিয়েন্টটি সিঙ্গেল সিম স্লট অফার করে। নোট 10 ফোনে আছে 3,500mAh য়ের ব্যাটারি আর এর প্লাস ভেরিয়েন্টটি 4300mAh ব্যাটারি যুক্ত যা 45W চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা

দুটি ভেরিয়েন্টই একই ক্যামেরার সঙ্গে এসেছে। গ্যালাক্সি নোট 10 ফোনে আছে 16MP র ক্যামেরা যা f/2.2 অ্যাপার্চারের আর এর 12MP র ক্যামেরা 2PD অটোফোকাস লেন্স যুক্ত আর এর তৃতীয় ক্যামেরা 12MP র সেন্সারের। আর এই ফোনটির ফ্রন্টে একটি 10MO র 2PD অটোফোকাস ক্যামেরা আছে। আর এর প্লাস ভেরিয়েন্টে স্যামসাং একটি ডেপথ সেন্সিং VGA ক্যামেরাও দিয়েছে।

Samsung Galaxy Note10 Back Panel

 

Samsung Galaxy Note 10 আর Galaxy Note 10+ ফোনের দাম আর অ্যাভেলেবিলিটি

গ্যালাক্সি Not1 10 আর Galaxy Note 10 + ফোন গুলি অরা গ্লো, অরা হোয়াইট আর অরা ব্লু কালারে 23 আগস্ট থেকে পাওয়া যাবে। গ্যালাক্সি নোট 10 ফোনটি  $949 (আনুমানিক 67,200টাকা) আর এর 5G ভেরিয়েন্টটির প্রাথমিক দাম  $1049 (আনুমানিক 74,300টাকা)। আর গ্যালাক্সি নোট 10+ ফোনের 256GB স্টোরেজের দাম  $1099 (আনুমানিক 77,900টাকা) আর এই ফোনের 5G ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে $1299 (আনুমানিক 92,100 টাকা) থেকে। ভারতের দাম পরে জানানো হবে।

 

Samsung Galaxy Note10 S Pen

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo