GALAXY NOTE 10 সিরিজ ভারতে আসছে আগামী 20 আগস্ট

GALAXY NOTE 10 সিরিজ ভারতে আসছে আগামী 20 আগস্ট
HIGHLIGHTS

ভারতে 20 আগস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ হবে

8 আগস্ট এই ফোনটি আন্তর্জাতিক ভাবে এসেছে

Galaxy Note 10 ফোনটির প্রাথমিক দাম 69,999 টাকা

স্যামসাং 8 আগস্ট তাদের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট গ্লোবালি গ্যালাক্সি 10 সিরিজ নিয়ে এসেছে আর এই সিরিজে Galaxy Note10 আর Galaxy Note10 প্লাস ফোন এনেছে। আর এবার এই  দুটি ফোনের ভারতে আসার সময় হয়েছে। এই সিরিজের ফোন ভারতে 20 আগস্ট 11.30 য়ে আসবে। আর এই ফোনে কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ এক্সিয়ন্স 9825 চিপসেট আছে আর এটি 7nm EUV যুক্ত।

স্যামসাং Galaxy Note10 আর স্যামসাং Galaxy Note10 প্লাসের স্পেসিফিকেশান

আমরা যদি স্পেসিফিকেশানের কথা বলি তবে galaxy Note 10 ফোনে আপনারা 6.3 ইঞ্চির স্ক্রিন পাবেন আর সেখানে গ্যালাক্সি নোট 10+ ফোনে 6.8 ইঞ্চির ডিসপ্লে আছে। প্লাস ভেরিয়েন্টের পিক্সাল রেজিলিউশান 3040×1440 আর সেখানে এই ফোনের ছোট ভেরিয়েন্টের রেজিলিউশান 2280×1080  পিক্সাল।

দুটি ফোনেই ডায়নামিক AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা HDR10+ য়ের সঙ্গে ডায়নামিক টোন ম্যাপিং পাবেন।আ র গ্যালাক্সি নোট 10+ ফোনে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট আছে আর এটি 1TB পর্যন্ত মেমারি এক্সপেন্ড করতে পারে। আর এই ডিভাইসে 12GB পর্যন্ত র‍্যাম আর 256GB /512GB স্টোরেজ আছে।

আর সেখানে গ্যালাক্সি 10 ফোনে আপনারা 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে কোন মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। আর এই ফোনের প্লাস ভেরিয়েন্টে 4,300mAh য়ের ব্যাটারি আছে আর সেখানে গ্যালাক্সি 10 ফোনে আছে 3,500mAh য়ের ব্যাটারি।

ক্যামেরার ক্ষেত্রে নোট 10 ফোনে আনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এতে 12MP র ক্যামেরা আছে যা f/2.1 অ্যাপার্চারের আর এই ফোনে 12MP র একটি f/1.4 অ্যাপার্চারের ক্যামেরা আছে আর এই ফোনে আপনারা 16MP র তৃতীয় ক্যামেরা পাবেন। আর গ্যালাক্সি নোট 10+ ফোনে এই তিনটি ক্যামেরার সঙ্গে একটি আলাদা সেন্সার দেওয়া হয়েছে যা ‘ডেপথ ভিজান’ ক্যামেরা। আর এটি 3D স্ক্যান করতে পারে।

ফ্রন্টে গ্যালাক্সি Note 20 ফোনে আর এর প্লাস ভেরিয়েন্টে আপনারা f/2.2 অ্যাপার্চারের 10 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ক্যামেরা অ্যাপে 4 লাইট ফোকাস মোড আছে।

এই সিরিজের ফোনে হেডফোন জ্যাক দেওয়া হয়নি। কেনেক্টিভিটিতে এই ফোনে ওয়াই ফাই 802.11, ব্লুটুথ 5 প্রভৃতি আছে।

স্যামসাং গ্যালাক্সি নোট 10 আর নোট 10+ ফোনের দাম

Samsung Galaxy Note10 য়ের 8GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টের দাম 69,999 টাকা আর সেখানে  Samsung Galaxy Note10+ ফোনের 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা রাখা হয়েছে। আর গ্রাহকরা এটি অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল, স্যামসাংয়ের অনলাইন স্টোর আর টাটা ক্লিক থেকেও কিনতে প্রি বুক করতে পারবেন।

প্রি বুকিং অফারে রিটেল আউটলেট আর স্যামসাং অনলাইনে HDFC কার্ডের কেনাকাটায় 6000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এই ভাবে অনলাইনে ICICI য়ের কার্ডের মাধ্যমে কেনাকাটায় ক্যাশব্যাকের অফার পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo