SAMSUNG GALAXY M40 র সঙ্গে SAMSUNG GALAXY M30 ফোনের স্পেক্স আর ফিচার্সের কি কি পার্থক্য আছে

HIGHLIGHTS

দুটি ফোনই ট্রিপেল রেয়ার ক্যামেরা যুক্ত

ফ্রন্টে 16MP র ক্যামেরা আছে দুই ফোনে

M40 ফোনটি পাঞ্চ হোল ক্যামেরা ফোন

SAMSUNG GALAXY M40 র সঙ্গে SAMSUNG GALAXY M30 ফোনের স্পেক্স আর ফিচার্সের কি কি পার্থক্য আছে

ভারতে সবে মাত্র লঞ্চ হয়েছে Samsung galaxy M40 ফোনটি এই ফোনে স্যামসাং অন্য M সিরিজের ফোনের ভেতর থেকে অনেক কিছু আলাদা দেওয়ার চেষ্টা করেছে। আর এসবের মধ্যে যেমন আছে এই ফোনের পাঞ্চ হোল ক্যামেরা তেমনি আছে এই ফোনের 6GB র‍্যাম। আর আজকে আমরা এই ফোনটির সঙ্গে স্যামসাংয়ের Galaxy M সিরিজ ফোনের এর আগের ফোন Galaxy M30 ফোনের তুলনা করে দেখব।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy M40 আর Samsung Galaxy M30 ফোনের ডিসপ্লের পার্থক্য

আপনারা Samsung Galaxy M40 ফোনে একটি 6.3 ইঞ্চির 100×2340 পিক্সাল রেজিলিশানের ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস দেওয়া হয়েছে। আর সেখানে এর আগের ফোনটি মানে Samsung Galaxy M30 ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির 1080×2340 পিক্সাল রেজিলিউশানের ডিসপ্লে পাবেন।

Samsung Galaxy M40 আর M30 র সফটোয়্যারের পার্থক্য

Samsung Galaxy M40 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 দেওয়ায় হয়েছে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।

আর সেখানে Samsung Galaxy M30 ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 8 ওরিও পাবেন আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 7904 আছে। এই ফোনটির স্টোরেজও 1TB পর্যন্ত এক্সপেন্ড করা যায় আর এই ফোনের দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট আছে- 6GB/ 128GB আর 4GB/64GB।

Samsung Galaxy M40 আর Samsung Galaxy M40 ফোনের ক্যামেরার পার্থক্য

Samsung Galaxy M40 ফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরা সঙ্গে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে ক্তি 32MP র মেন ক্যামেরা যা f/1.7 অ্যাপার্চারের আর এর দ্বিতীয় ক্যামেরা 8MP আর আর তৃতীয় ক্যামেরা 5MPর। আর এই ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ক্যামেরা 16MP র দেওয়া হয়েছে।

আর সেখানে M30 ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 13MP মেন ক্যামেরার সঙ্গে 5MP র দুটি ক্যামেরা পাবেন। আর এই ফোনে ডিউড্রপ নচে একটি 16MP র ক্যামেরা আছে।

Samsung Galaxy M40 আর M30 র ব্যাটারির পার্থক্য

Galaxy M40 ফোনে আপনারা একটি 3500mAh য়ের ব্যাটারি পাবেন যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর সেখানে Galaxy M30 ফোনে একটি 5000mAh য়ের 15W ফাস্ট চার্জিং সাপোর্টের ব্যাটারি আছে। আর দুটি ফোনই টাইপ C চার্জার সাপোর্ট করে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo