SAMSUNG GALAXY M40 ফোনটি নতুন সফটোয়্যার আপডেট পেল

SAMSUNG GALAXY M40 ফোনটি নতুন সফটোয়্যার আপডেট পেল
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি M40 নতুন আপডেট পেল

আপডেটের সাইজ 152.36MB

OTA র মাধ্যমে এই আপডেট দেওয়া হয়েছে

স্যামসাং গ্যালাক্সি M40 ফোনটি তার প্রথম সফটোয়্যার আপডেট পেল আর এই আপডেট মে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট হিসাবে এসেছে। Samsung Galaxy M40 ফোনটি সবে ভারতে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি গ্যালাক্সি M সিরিজের নতুন ফোন হিসাবে এসেছে।

অফিসিয়াল চেনলগ অনুসারে গ্যালাক্সি M40 ফোনে আপনারা এই আপডেট সাইজ 152.36MB তে পাবেন আর এটি M405DDU1ASF2/ M405FODM1ASF4/ M405FDDU1ASEB ভার্সানে এসেছে। আর এর সঙ্গে এই আপডেটে প্রধানত মে মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের সঙ্গে এসেছে আর এর সঙ্গে কিছু বাগও ফিক্স করা হয়েছে।

আর সফটোয়্যার আপডেট এই ফোনে OTA আপডেট হিসাবে এসেছে। আর এর জন্য বলা হচ্ছে যে এই আপডেট আপনার কাছে যেতে একটু সময় লাগতে পারে। আর ম্যানুয়ালি আপডেট চেক করার জন্য সেটিংস অপশানে জান আর সফটোয়্যার আপডেটে চেক করতে পারবেন।

Samsung Galaxy M40 ফোনের স্পেসিফিকেশান

স্যামসাংয়ের এই ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ফুল HD+ ইনফিনিটি O ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এই ফোনে আপনারা 3,500mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরা ফপ্ন যা 32+5+8 মেগাপিক্সালের ক্যামেরা অফার করে।

আর এই ফোনে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 675 SoC আছে আর এই ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ক্যামেরাতে 16মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo